Advertisement

Facebook-Insta-Twitter-এ কখনওই এই পোস্টগুলি করবেন না, হতে পারে জেল

ভারতে কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ট্যুইটার ব্যবহার করেন। কখনও কখনও আইন ভাঙলে ইউজারের বিরুদ্ধে ব্য়বস্থাও নেওয়া হয়। তাই যেকোনও কন্টেন্স পোস্ট করার সময় অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। আর যদি ইতিমধ্যেই এমন কোনও পোস্ট করে থাকেন যা আইন বিরোধী, তাহলে তা এখনই ডিলিট করে দিন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Nov 2022,
  • अपडेटेड 10:05 PM IST
  • সোশ্যাল মিডিয়া অনেকেই ব্যবহার করেন
  • করেন নিয়মিত পোস্ট
  • খেয়াল রাখুন কিছু বিষয়

Social Media Apps যেমন Facebook, Instagram বা Twitter ব্যবহার করার সময় বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন ইউজারদের। কারণ বিশেষ কোনও ভুল ইউজারকে জেলে পর্যন্ত পাঠাতে পারে। কারণ অনেকেই না ভেবেচিন্তে বিভিন্ন বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যার জেরে পরবর্তী সময়ে সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। তাই সেই বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। 

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, ফেসবুকে ভুল তথ্য দেওয়ার কারণে বিপাকে পড়তে হয় এক ব্যক্তিকে। তার ২ বছরের কারাদন্ডও হয়। ঘটনাটি ভিয়েতনামের। তবে ভারতেও যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় সতর্ক না থাকে তাহলেও যেতে হতে পারে জেলে। এই বিষয়ে দেশে কড়া আইনও রয়েছে। এই দেশে বাক স্বাধীনতা রয়েছে। তবে তারও একটি সীমা রয়েছে। কারণ এমন কিছু কখনওই বলা উচিত নয়, যাতে অপরের ভাবাবেগে আঘাত লাগে। এছাড়াও কোনও মন্তব্য যেন কারও ধর্মীয় ভাবাবগে আঘাত না দেয় এবং দেশ বিরোধী না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। 

ভারতে কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ট্যুইটার ব্যবহার করেন। কখনও কখনও আইন ভাঙলে ইউজারের বিরুদ্ধে ব্য়বস্থাও নেওয়া হয়। তাই যেকোনও কন্টেন্স পোস্ট করার সময় অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। আর যদি ইতিমধ্যেই এমন কোনও পোস্ট করে থাকেন যা আইন বিরোধী, তাহলে তা এখনই ডিলিট করে দিন। 

এই ধরনের পোস্ট একদম নয়
ফেসবুক বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া (Social Media Post) প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এমন পোস্ট কখনওই করবেন না। কারণ এটা অপরাধ হিসেবে গণ্য হয়। যার জেরে আপনার জেল পর্যন্ত হতে পারে। এছাড়া ঘৃণা বা হিংসা ছড়াতে পারে এমন কোনও পোস্টও করবেন না। পাশাপাশি দেশে বিরোধী বা দেশের অখন্ডতার ওপর প্রভাব ফেলতে পারে এমন কোনও পোস্টও করা উচিত নয়। কারণ এই সমস্ত ক্ষেত্রেও আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ। 

Advertisement

আরও পড়ুন - ফোনের সব VIDEO-ফটো-ডেটা ভুল করে ডিলিট? রিকভারের সহজ উপায়


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement