নোকিয়ার প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠল চিনা মোবাইল নির্মাতা সংস্থা Oppo এবং তার সংযোগী OnePlus-র বিরুদ্ধে। স্বত্ত্ব নিয়ে চিনা সংস্থার সঙ্গে নোকিয়ার বিবাদ শুরু হয়েছিল। সদ্য ওই বিবাদের নিষ্পত্তি হয়েছে আদালতে। আর সেখানে নোকিয়ার পক্ষে রায় দিয়েছেন বিচারপতি। আপাতত জার্মানিতে Oppo ও Oneplus মোবাইল বিক্রি করতে পারেব না।
Nokiamob.net-এর একটি প্রতিবেদন অনুযায়ী, পেটেন্ট নিয়ে বিবাদে নোকিয়ার পক্ষে রায় দিয়েছে ম্যানহেইম আঞ্চলিক আদালত। মামলা দায়ের করেছিল নোকিয়া। Oppo এবং OnePlus-এর বিরুদ্ধে স্বত্ত্ব লঙ্ঘনের অভিযোগ করে তারা। নোকিয়ার দাবি, তাদের ইউরোপীয় পেটেন্ট EP 17 04 731 লঙ্ঘন করেছে Oppo ও তার সহযোগী সংস্থা Oneplus। নোকিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছিল চিনা সংস্থা। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। চারটি দেশে চলছে মামলা।
রিপোর্টে বলা হয়েছে, আদালতের এই সিদ্ধান্তের কারণে Oppo এবং OnePlus আর জার্মানিতে মোবাইল বিক্রি করতে পারবে না। এটা অবশ্য সাময়িক।
এই পেটেন্ট সম্পর্কে বলা হয়েছে, এই প্রযুক্তি ওয়াইফাই কানেকশনকে স্ক্যানিং থেকে রক্ষা করে। ২০২১ সালে Nokia পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে এশিয়া ও ইউরোপের একাধিক দেশে Oppo-এর বিরুদ্ধে মামলা করেছিল। এর মধ্যে ভারত, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশ রয়েছে। Nokia-র বক্তব্য, পেটেন্ট প্রযুক্তি কোম্পানি একটি বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবহার করা হয়েছে।
CNBC-র প্রতিবেদনে বলা হয়েছে,Oppo Nokia-এর স্ট্যান্ডার্ড এসেনশিয়াল পেটেন্ট (SEPs) এবং নন-SEPs যেমন UI/UX এবং সুরক্ষা সংক্রান্ত ফিচার লাইসেন্স ছাড়াই ব্যবহার করেছে Oppo।
নোকিয়া কী বলেছে?
নোকিয়ার দাবি, তাদের ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রস্তাব Oppo প্রত্যাখ্যান করেছে। এরপর আদালতে যাওয়া ছাড়া আর কোনও পথ ছিল না।
আরও পড়ুন- ঢের হয়েছে এবার কোর্টে দেখা হবে, এলনকে হুঁশিয়ারি টুইটার কর্মীদের