Advertisement

WhatsApp 'বেকার', বিকল্প হিসেবে চট করে ডাউনলোড করতে পারেন ফ্রি এই অ্য়াপগুলো

Whatsapp and Facebook: আসুন দেখে নিই হোয়াটসঅ্যাপ-এর বিকল্প কী কী অ্যাপ ব্যবহার করা যেতে পারে। যেগুলি ব্য়বহার করতে কোনও খরচ লাগে না। 

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে রয়েছে বেশ কয়েকটি অ্যাপ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2021,
  • अपडेटेड 12:26 AM IST
  • সোমবার দিনটি বড়ই খারাপ গেল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্য়বহারকারীদের
  • কারণ রাতের দিকে সেগুলি বসে যায়
  • আর তার জেরে নাজেহাল তামাম দুনিয়ার গ্রাহকেরা

Whatsapp and Facebook: সোমবার দিনটি বড়ই খারাপ গেল হোয়াটসঅ্যাপ (Whatsapp),  ফেসবুক (Facebook) ব্য়বহারকারীদের। কারণ রাতের দিকে সেগুলি বসে যায়। আর তার জেরে নাজেহাল তামাম দুনিয়ার গ্রাহকেরা। অনেকে বিকল্প উপায় হিসেবে নতুন কিছু অ্যাপ ডাউনলোড করেছেন।

আসুন দেখে নিই হোয়াটসঅ্যাপ-এর বিকল্প কী কী অ্যাপ ব্যবহার করা যেতে পারে। যেগুলি ব্য়বহার করতে কোনও খরচ লাগে না। 

আরও পড়ুন: Ola-Uber-কে টেক্কা দিতে কলকাতার অ্যাপ-ক্যাব চালকেরা আনলেন ryde!

সিগন্যাল
এই তালিকায় সবার আগে রয়েছে সিগন্যাল। অনেকেই তা ডাউনলোড করেছেন। মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপে ব্যবহার করছেন। প্রাইভেসি আর নিরাপত্তায় তারা প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন। এটি ফ্রি তো বটেই, এর সাহায্যে টেক্সট, ভয়েস মেসেজ পাঠানো যায়।

টেলিগ্রাম
এটা একটা ভাল অপশন হতে পারে। অনেকেই টেলিগ্রাম ব্যবহার করেন। এদিন যেন তার চাহিদা আরও বেড়ে গিয়েছিল। অনেকেই টপাটপ ডাউনলোড করেছেন এই অ্যাপটি। হোয়াটসঅ্যাপের সঙ্গে এর অনেক মিল রয়েছে।

আইমেসেজ
আপনি আইফোন বা ম্য়াক ব্যবহারকারী হলে এর বাইরে অন্য কোনও মেসেজিং অ্য়াপের কথা ভাববেন কিনা, সন্দেহ আছে। এটিও বেশ নিরাপদ অ্যাপ বলেই পরিচিত।

গুগল মেসেজেস
এটা যেন আইমেসেজেকে জবাব গুগলের। মোটামুটি সব অ্য়ান্ড্রয়েড পোনে এটি পাওয়া যায়। আর না থাকলে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে।

থ্রিমা
এই অ্যাপটি আপনার প্রাইভেসির বিশেষ খেয়াল রাখে। একেবারে গোপনেও সেটি ব্য়বহারের সুযোগ থাকছে। 

অয়্যার
এটা সুইজারল্যান্ডের উপহার বলা যেতে পারে। প্রাইভেসি নিয়ম প্রচণ্ড কড়া। এখানে ভয়েস, টেক্সট এবং ভিডিওর সাহায্যে মেসেজ পাঠানোর ব্যবস্থা রয়েছে।

ভাইবার
এটির মালিকানা জাপানি সংস্থার। এটিও বেশ জনপ্রিয় অ্যাপ। এখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে। এটি ফ্রি-তে ব্যবহার করা যায়। তবে ভাইবার আউচ ব্যবহার করতে গেলে সাবস্ক্রাইন করতে হবে।

Advertisement

এ কথা বলা যেতে পারে, এই অ্যাপগুলি আপাতত আপনি ব্যবহার করতে পারেন। তবে এর বাইরেও আরও অ্যাপ রয়েছে। আপনি নিজে সেগুলি বেছে নিতে পারেন। আর ডাউনলোড করে তা ব্যবহার করা শুরু করতে পারেন। কে জানে কখন কোনটি বেকার হয়ে পড়ে!

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement