Advertisement

ইউটিলিটি

Bangladeshi Hilsa Price: বাজারে এল ৮০ টন বাংলাদেশী ইলিশ! মাছের পাইকারি দাম কতটা পড়ল?

সুদীপ দে
  • 24 Sep 2021,
  • Updated 1:50 PM IST
  • 1/6

দীর্ঘ প্রতীক্ষার শেষে কলকাতা, হাওড়ার বাজারে এসেছে বাংলাদেশের ইলিশ। পেট্রাপোল, বেনাপোল সীমান্ত দিয়ে ‘রুপোলি শস্য’ বোঝাই লরি পৌঁছেছে এ রাজ্যে। মোট ৮০ টন ইলিশ এসে পৌঁছেছে কলকাতা, হাওড়ার পাইকারি মাছ বাজারে।

  • 2/6

বৃহস্পতিবার বাংলাদেশের তরফে ঘোষণা করা হয়েছে, পূর্ব ঘোষিত ২০৮০ টন ছাড়াও আরও ২৫২০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে। তবে সবটাই ৩ অক্টোবরের মধ্যে পাঠানো হবে। ফলে আর দিন সাতেকের মধ্যেই বিপুল পরিমাণ ইলিশ ঢুকবে কলকাতা, হাওড়া-সহ পশ্চিমবাংলার বিভিন্ন বাজারে।

  • 3/6

ইতিমধ্যেই ৮০ টন ইলিশ এসে পৌঁছেছে। আরও মাছ ট্রাক বোঝাই হয়ে সীমান্ত পার করে ঢোকার অপেক্ষায় রয়েছে। সীমানা পেরিয়ে শুক্রবারও বেশ কয়েক টন ইলিশ ঢুকেছে বাংলায়। বাজারে ইলিশের এই বিপুল জোগানে দামে কতটা ফারাক হবে!

  • 4/6

হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুরের পাইকারি মাছ বাজারে বাংলাদেশী ইলিশের দেদার কেনাবেচা চলছে। পাতিপুকুরের মাছ ব্যবসায়ীরা জানান, এক কেজি ওজনের ইলিশের পাইকারি দাম এখন এক হাজার টাকা যা দু’দিন আগে পর্যন্ত ১৪০০-১৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল।

  • 5/6

দেড় কেজির কাছাকাছি ইলিশের দাম পাইকারি বাজারে ২,০০০-২২০০ টাকা হতে পারে। মাছের দাম নিলামে নির্ধারিত হবে। পাইকারি বাজারে যে মাছের দাম এক হাজার টাকা, খুচরো বাজারে সেই দাম আরও দেড়-দু’শো টাকা বেশি।

  • 6/6

ইতিমধ্যেই ইলিশ মাছের দাম কেজিতে দেড়-দু’শো টাকা কমেছে। আড়াই হাজার টন ইলিশ বাংলাদেশ থেকে এ পার বাংলার বাজারে এসে পৌঁছালে দাম আরও কমবে বলে আশা মাছ বিক্রেতাদের। আগামী দু’-চার দিনের মধ্যেই দামের বিষয়টা আরও স্পষ্ট হবে। ফলে পুজোর আগে পকেটসই দামে বাংলাদেশী ইলিশ পাতে তোলার আশা করছেন আম বাঙালিরা।

Advertisement
Advertisement