Advertisement

ইউটিলিটি

মাত্র ৫ হাজার টাকা মূলধন লাগে এই ব্যবসায়, মাসে আয় হতে পারে ৩০ হাজার টাকা

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Nov 2021,
  • Updated 12:27 PM IST
  • 1/10

আপনি কি বেকার কিংবা লকডাউনে চাকরি হারিয়েছেন? আপনি যদি একটি নতুন চাকরি সন্ধান করছেন, তাহলে আমরা আপনাকে একটি ব্যবসায়িক ধারণা সম্পর্কে আইডিয়া দিতে যাচ্ছি। যাতে খুব কম টাকা বিনিয়োগের প্রয়োজন হয়। আপনি মাত্র পাঁচ হাজার টাকায় আপনার নিজের এই ব্যবসা শুরু করতে পারেন এবং প্রতি মাসে উপার্জনও ভালো হবে।

  • 2/10

এই মুহূর্তের সবথেকে লাভজনক ব্যবসার মধ্যে একটি হল মাটির ভাঁড়ের ব্যবসা। চা-সহ বিভিন্ন কাজে মাটির ভাঁড়ের ভালো রকম চাহিদা রয়েছে। এই ব্যবস্থা অত্যন্ত লাভজনক। 
 

  • 3/10

কেন্দ্রীয় সরকার মাটির ভাঁড় তৈরির ব্যবসায় ব্যবসায় সহায়তা করবে। প্রকৃতপক্ষে,মাটির ভাঁড়ের ব্যবসার  জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুমোর ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। 

  • 4/10

এই প্রকল্পের অধীনে সরকার কুমোরদের বৈদ্যুতিক চাকা দেয়। যাতে তাঁরা তা থেকে মাটির ভাঁড়-পাত্র তৈরি করতে পারেন। পরে সরকার সেই ভাঁড়গুলি ভালো দামে কিনে নেয়।
 

  • 5/10

৫ হাজার টাকায় মাটির ভাঁড়ের ব্যবসা শুরু করতে পারেন যে কেউ। এর জন্য শুধুমাত্র একটি সামান্য জায়গা প্রয়োজন। যে কোনো স্থানই এটা হতে পারে। সরকারের পরিকল্পনা ছিল এ বছর ২৫ হাজার বৈদ্যুতিক চাকা বিতরণের।

  • 6/10

সাধারণত মাটির ভাঁড়ে চায়ের দাম অন্তত ১২-১৫ টাকার মধ্যে। কোথাও কোথাও এই দামেরও বেশি হয়। প্লাস্টিকের কাপে চায়ের তুলনায় ভাঁড়ের চা একটু বেশি ব্যয়বহুল।

  • 7/10

এমতাবস্থায় চায়ের ভাঁড়ের দাম খোলা বাজারে অনেকটাই। বর্তমানে বেশ কিছু ক্যাফেতে মাটির ভাঁড়ে চা কিংবা কফি দেওয়া হয়। 
 

  • 8/10

তবে শুধু চা-ই নয়। লস্যি থেকে শুরু করে দই অনেক কিছু মাটির ভাঁডে দেওয়া হয়ে থাকে। 

  • 9/10

ফলে এই ব্যবসায় অন্তত হাজার টাকা করে দৈনিক আয় করা সম্ভব। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে।
 

  • 10/10

এই ভাবে খুব কম খরচে মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। 

Advertisement
Advertisement