Advertisement

ইউটিলিটি

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? টাকা ঢালার আগে এই বিষয়গুলি জানা জরুরি

সুদীপ দে
  • 27 Dec 2020,
  • Updated 2:30 PM IST
  • 1/7

শুধু উপার্জন নয়, ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ এবং সঞ্চয় অত্যন্ত জরুরি। যাঁদের বিনিয়োগ সম্পর্কে তেমন ধারণা নেই, তাঁদের মিউচাল ফান্ডে বিনিয়োগ করাই সুবিধাজনক।

  • 2/7

এর জন্য প্রথমেই বেছে নিতে হবে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ড বাজারের ঝুঁকি বুঝে বিনিয়োগ করে দেবে। তবে সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিতে হবে আপনাকেই!

  • 3/7

যদি বিনিয়োগ সম্পর্কে বিন্দুমাত্র সংশয় থাকে, তাহলে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-র ভরসা করতে পারেন।

  • 4/7

মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-তে সামান্য টাকা বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন। মাসিক মাত্র ১০০০ টাকার বিনিয়োগেই ভাল রিটার্ন পেতে পারেন।

  • 5/7

বিনিয়োগের মোট অর্থ ছোট ছোট অঙ্কে ভেঙে ভাগ করে ফেলতে পারলে সঠিক রিটার্নের সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি ক্ষতির ঝুঁকিও অনেকটা কমে যায়।

  • 6/7

ছোট ছোট অঙ্কের মিউচুয়াল ফান্ড ইউনিট হাতে থাকলে বাজার যতই ওঠনামা করুক না কেন, নির্দিষ্ট সময় পর গড় লাভের পরিমাণ মোটামুটি অপরিবর্তিতই থাকে।

  • 7/7

বাজারের অবস্থা যখন খারাপ, তখন ছোট ছোট মিউচুয়াল ফান্ড ইউনিট আপনার হাতে থাকবে। বাজার ফের চাঙ্গা হলে মিলবে ভাল রিটার্ন! তবে কোনও স্কিমে SIP শুরু করার আগে মাসিক কত টাকা কাটা হচ্ছে, তার শর্তাবলী, ইনস্টলমেন্ট ইত্যাদি বিষয় ভাল করে জেনে নিতে হবে।

Advertisement
Advertisement