Advertisement

ইউটিলিটি

ভারতের প্রায় ৬৭% ঋণগ্রহীতা নিজেদের CIBIL Score জানেনই না!

সুদীপ দে
  • 27 Dec 2020,
  • Updated 4:34 PM IST
  • 1/7

যে কোনও লোন বা ক্রেডিট কার্ড দেওয়ার আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা ফিনান্স সংস্থার পক্ষ থেকে জানতে চাওয়া হয় অথবা দেখে নেওয়া হয় CIBIL Score। কিন্তু দেশের অধিকাংশ ঋণগ্রহীতাই তাঁদের সিবিল স্কোর সম্পর্কে এখনও তেমন ভাবে ওয়াকিবহাল নন!

  • 2/7

সিবিল স্কোর (CIBIL Score) ৭৫০-এর বেশি হলে ঋণগ্রহীতার ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা ফিনান্স সংস্থার ঝুঁকি কম থাকে। সিবিল স্কোর কম থাকলে ফলাফল হয় এর ঠিক উল্টো।

  • 3/7

আর্থিক সাক্ষরতা যে কোনও দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তাই সম্প্রতি হোম ক্রেডিট ইন্ডিয়া (Home Credit India) দেশের ৭টি শহরের মোট ১,০০০ জন ঋণগ্রহীতার উপর একটি সমীক্ষা চালিয়েছিল। 

  • 4/7

আর্থিক সাক্ষরতা নিয়ে চালানো এই সমীক্ষায় দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬৭ শতাংশ ঋণগ্রহীতা নিজেদের CIBIL Score জানেনই না!

  • 5/7

হোম ক্রেডিট ইন্ডিয়া (Home Credit India) পরিচালিত এই সমীক্ষায় দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ ঋণগ্রহীতা নিজেদের সিবিল স্কোরের (CIBIL Score) গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল।

  • 6/7

এই সমীক্ষায় দেখা গিয়েছে, পটনার মাত্র ২২ শতাংশ ঋণগ্রহীতা নিজেদের সিবিল স্কোর (CIBIL Score) জানেন। মুম্বই আর কলকাতার মাত্র ২৫ শতাংশ ঋণগ্রহীতা নিজেদের সিবিল স্কোর (CIBIL Score) সঠিক ভাবে জানেন।

  • 7/7

হোম ক্রেডিট ইন্ডিয়া (Home Credit India) পরিচালিত এই সমীক্ষায় সামনে আসা সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, প্রায় সকল ঋণগ্রহীতাই নিজেদের ঋণের মাসিক কিস্তির মোট অঙ্ক ও অন্যান্য বিষয়ে ওয়াকিবহাল। কিন্তু ঋণগ্রহীতাদের প্রায় ৭৬ শতাংশই জানেন না তাঁদের নেওয়া ঋণে সুদের হার কত!

Advertisement
Advertisement