Advertisement

ইউটিলিটি

Ilish: দিঘার মোহনায় ঢুকল ট্রলার ভর্তি ইলিশ, দাম কমবে?

Aajtak Bangla
  • 12 Jul 2022,
  • Updated 6:15 PM IST
  • 1/8

অবশেষে অপেক্ষার সুস্বাদু অবসান হতে চলেছে। দিঘা মোহনায় পৌঁছেছে ট্রলার বোঝাই ইলিশ। ইলিশের মরসুম চললেও এখনও সেভাবে বাঙালির পাতে ইলিশ ওঠেনি। এর প্রধানত দু’টি কারণ রয়েছে। এক, চাহিদার তুলনায় অপর্যাপ্ত জোগান। দুই, আকাশছোঁয়া দাম।

  • 2/8

সূত্রের খবর, মঙ্গলবার প্রায় ১২ টন ইলিশ দিঘার মোহনায় এসে পৌঁছেছে। ইলশেগুড়ি বৃষ্টি আর সামুদ্রিক বাতাসের অস্থিরতা এবং জলের লবণাক্ততা কমতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ এসে পড়েছে ভারতীয় জলসীমায়।

  • 3/8

দিঘা মৎস্যজীবী সমবায়ের তরফে জানানো হয়েছে, আজ দিঘার মোহনায় ৭৫০ গ্রাম থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ উঠেছে। ফলে খুশির হাওয়া বইছে মোহনা সংলগ্ন পাইকারি মাছ বাজারে।

  • 4/8

জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া ইলিশ মাছ ধরার প্রথম পর্বে দক্ষিণ ২৪-পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ ট্রলারই গভীর সমুদ্র থেকে প্রায় খালি হাতে ফিরে আসে।

  • 5/8

তবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ ১২ টন রুপোলি শস্য হাতে পেলেন দিঘার মৎস্যজীবীরা। বর্তমানে মোটামুটি ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০-৮৫০ টাকা কেজি দরে, বাজারে ৭৫০-৯০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ৯০০-১২৫০ টাকা কেজি দরে।

  • 6/8

এখনও বাজারে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম পড়ছে ১৬০০-২০০০ টাকা কেজি দরে। তবে দিঘা হয়ে রাজ্যের সর্বত্র পর্যাপ্ত মাছ পৌঁছালে আগামী দিনে এই দাম আরও কমতে পারে বলে আশা করছেন মাছ ব্যবসায়িরা।

  • 7/8

দিঘা মৎস্যজীবীরা জানিয়েছেন, অনেকদিন পর বড় মাপের মাছ এসে পৌঁছেছে দিঘার মোহনায়। তাঁদের আশা, আগামী দিনে আরও ইলিশ পৌঁছবে এখানে। ফলে কিছুটা হলেও নামতে পারে মাছের দাম।

  • 8/8

২০২০ আর ২০২১ সালে বাজারে ইলিশের জোগান ছিল না সে ভাবে। এ বছরেও এখনও পর্যন্ত তেমন ভাবে ইলিশ ধরা পড়ছে না মৎস্যজীবীদের জালে। তবে রাজ্যে বর্ষা শুরু হয়েছে। তাই আগামী দিনে আরও ইলিশ জালে ধরা পড়বে বলে আশা করছেন মৎস্যজীবী থেকে মাছ ব্যবসায়িরা।

Advertisement
Advertisement