Advertisement

ইউটিলিটি

Train Fare For Infant: ট্রেনে এক বছরের শিশুর জন্যেও লাগবে পুরো ভাড়া? জানুন নয়া নিয়ম

Aajtak Bangla
  • 17 Aug 2022,
  • Updated 4:49 PM IST
  • 1/7

ভারতীয় রেলের সাহায্যে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। দুই বছর আগে করোনা মহামারীর সময় ট্রেনে যাত্রীর সংখ্যা কিছুটা কমলেও এখন রেলপথে যাতায়াতকারী  যাত্রীর সংখ্যা ফের আগের মতোই বেড়ে গিয়েছে।

  • 2/7

সম্প্রতি কিছু নিয়ম অবশ্যই পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নিয়মগুলির নিয়ে একটি দাবিও করা হচ্ছে যে, এখন পাঁচ বছরের কম বয়সী শিশুদেরও ট্রেনের টিকিট কাটতে হবে।

  • 3/7

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টে দাবি করা হয়েছে যে, এক বছরের শিশুর জন্য ট্রেনের টিকিটের ভাড়াও নেওয়া হয়েছে। তবে পিআইবি ফ্যাক্ট চেক এই ভাইরাল দাবিকে 'বিভ্রান্তিকর' বলে অভিহিত করেছে।

  • 4/7

কিছু মিডিয়া রিপোর্টের মাধ্যমে দাবি করা হচ্ছে যে আইআরসিটিসি ওয়েবসাইট টিকেট বুকিং নিয়ম আপডেট করেছে, যার অধীনে পাঁচ বছরের কম বয়সী শিশুদেরও এখন ট্রেনের টিকিট কাটতে হবে। এর জন্য, ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি অনলাইন বুকিংয়ের সময় শিশুর আসনের বিকল্প যুক্ত করেছে।

  • 5/7

পিআইবি ফ্যাক্ট চেক এই সত্যটি অস্বীকার করেছে যে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ট্রেনের টিকিট পাচ্ছে। প্রতিবেদনটিকে 'বিভ্রান্তিকর' হিসাবে বর্ণনা করে পিআইবি ফ্যাক্ট চেক টুইট করেছে।

  • 6/7

পিআইবি ফ্যাক্ট চেক টুইটে বলেছে, "একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতীয় রেলের যাত্রীদের পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্যেও সম্পূর্ণ ভাড়া দিয়ে টিকিট নিতে হবে।

  • 7/7

পিআইবি ফ্যাক্ট চেক বলেছে যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য ট্রেনের টিকিট কেনা একটি সম্পূর্ণ ঐচ্ছিক সুবিধা। যদি কোনও বার্থ বুক করা না থাকে তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

Advertisement
Advertisement