একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রো রেল পরিষেবা। ফের বাড়তে চলেছে বেশ কিছু ট্রেন। ফলে অনেকটাই কমবে যাত্রীদের প্রতীক্ষার সময়। এবার মূলত, সোম থেকে শুক্রবারের ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।
সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা চালু রয়েছে সাধারণের জন্য। যাত্রীরা এখন শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাতায়াত করতে পারছেন। আপাতত সোম থেকে শুক্র আপ আর ডাউন মিলিয়ে সারাদিনে মোট ২৪৬টি মেট্রো চলছে। আগামী সোমবার, ৪ অক্টোবর থেকে ফের বাড়ছে সারাদিনের ট্রেনের সংখ্যা।
রাজ্যে চলা করোনা বিধিনিষেধের মধ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে ১৭৮টির বদলে ২১৪টি মেট্রো চলছে। অর্থাৎ, সারাদিনে মোট ৩৬টি ট্রেন বাড়ানো হয়েছে। ৪ অক্টোবর থেকে সোম থেকে শুক্রবারে আপ আর ডাউন মিলিয়ে সারাদিনে মোট ২৬৬টি মেট্রো চলাচল করবে।
২৬ সেপ্টেম্বর থেকে ১১৬টির পরির্বতে ১২০টি মেট্রো চলছে। বর্তমানে শনিবার সারাদিনে মোট ২১৪টি ট্রেন চললেও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে চলছে ১৫১টি ট্রেন।
অফিস-যাত্রীদের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। এখন প্রতিদিন প্রায় আড়াই লাখ যাত্রী মেট্রোয় যাতায়াত করছেন। তাছাড়া পুজো আসছে। পুজোর কেনাকাটায় মানুষের ভিড় বাড়ছে। তাই মেট্রোর সংখ্যা আর সময়সীমা বাড়ানো হচ্ছে।
এই পরিবর্তনের ফলে শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী প্রথম মেট্রো সকাল ৮ টার পরিবর্তে সকাল সাড়ে ৭ টায় ছাড়বে। একই ভাবে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন সকাল ৮ টার পরিবর্তে সকাল সাড়ে ৭ টায় ছাড়বে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রোটিও মিলবে একই সময়ে।
সকাল ও সন্ধ্যায় দিনের ব্যস্ত সময়ে কমছে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান। সকালে ৯টা থেকে ১০.৩০ পর্যন্ত আপ লাইনে যাত্রীরা ৫ মিনিট অন্তর মেট্রো পাবেন। আপ লাইনে বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৫ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। আর ডাউনে বিকেল ৫টা থেকে ৬টা আর সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত ৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
এখন সারাদিনে মোট ৩২টি মেট্রো নোয়াপাড়া পর্যন্ত যাবে। এর মধ্যে ৭টি ট্রেন যাবে একেবারে দক্ষিনেশ্বর পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে ৮টি ট্রেন উত্তমকুমারের উদ্দেশে যাবে। পুজোর সময় রাতে মেট্রো চালানো হবে কিনা, তা নবান্নের সঙ্গে আলোচনা করেই স্থির করবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।