শীঘ্রই Credit Card আনতে চলেছে LIC! LIC Card Services ও IDBI ব্যাঙ্কের যৌথ উদ্যোগে দু’টি RuPay Credit Card বাজারে আসতে চলেছে।
LIC CSL ও IDBI ব্যাঙ্কের যৌথ উদ্যোগে যে Credit Card দু’টি বাজারে আসতে চলেছে সেগুলি হল Luminee Platinum Credit Card এবং LIC CSL ECLAT Credit Card।
এই দু’টি Credit Card মূলত LIC-র বিমার এজেন্ট, বিমার গ্রাহক আর এই বিমা সংস্থার কর্মচারীদের জন্যেই বাজারে আনছে LIC। অর্থাৎ, একটি নির্দিষ্ট অংশের মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই কার্ড আনছে সংস্থা।
মূলত, মধ্যবিত্ত শ্রেণির প্রয়োজনের কথা মাথায় রেখেই এই দু’টি Credit Card বাজারে আনছে LIC। এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে একাধিক সুবিধা। চলুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...
LIC-র Luminee Platinum Credit Card থেকে ১০০ টাকা খরচ করলে বা পেমেন্ট করলে ৩টি Delight point পাওয়া যাবে। একই ভাবে LIC CSL ECLAT Credit Card থেকে ১০০ টাকা খরচ করলে বা পেমেন্ট করলে মিলবে ৪টি Delight point।
LIC-র Luminee কার্ড থেকে ১০ হাজার টাকা খরচ করলে ১,০০০ Delight point পাওয়া যাবে। একই ভাবে ECLAT কার্ড থেকে ১০ হাজার টাকা খরচ করলে মিলবে ১,৫০০ Delight point। এই Delight point থেকেও (পয়েন্ট রিডেম করে বিশেষ ছাড়) কার্ড ব্যবহারকারীরা নানা সুযোগ-সুবিধা পাবেন।
এই দু’টি Credit Card-এ থাকছে EMI সার্ভিসের সুবিধা। অর্থাৎ, কার্ড থেকে খরচ করা অর্থ সহজ মাসিক কিস্তিতে শোধ করে দিতে পারেন ব্যবহারকারীরা।
ক্রেডিট কার্ডের উপর যে নির্ধারিত ঋণ, তা খুব সহজেই EMI বা সহজ মাসিক কিস্তিতে বদলে ফেলতে পারবেন গ্রাহকেরা। এ ক্ষেত্রে ৩ মাস, ৬ মাস, ৯ মাস আর ১২ মাসের মাসিক কিস্তিতে ওই ঋণ শোধ করা যাবে বলে জানিয়েছে LIC।