আমাজন গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬ শুরু হতেই বাজেট স্মার্টফোনের বাজারে যেন নতুন হাওয়া। গত কয়েকদিন ধরেই অনলাইন প্ল্যাটফর্মে হাজারে হাজারে ক্রেতার ঢল নেমেছে। কারণ, ১০ হাজার টাকার নিচে বিস্তর স্মার্টফোন অফার। স্যামসাং, রিয়েলমি, আইকু, পোকো থেকে শুরু করে দেশীয় ব্র্যান্ড লাভা, সবাই এবার বাজেট সেগমেন্টে ঝুঁকে পড়েছে বিশেষ ছাড় নিয়ে। অফার চলছে মোবাইল, অ্যাক্সেসরিজ, টিভি অ্যাপ্লায়েন্স সবেতেই।
সেল শুরুর সঙ্গে সঙ্গেই প্রাইম মেম্বারদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তাদের জন্য আলাদা এক্সক্লুসিভ আগাম এক্সেস, সঙ্গে ব্যাংক অফার, এক্সচেঞ্জ বোনাস আর নো-কস্ট ইএমআই, সব মিলিয়ে উৎসবের মেজাজ। এক্সচেঞ্জ অফারে ৬০,০০০ টাকার পর্যন্ত সুবিধা পাওয়া যাচ্ছে, ফলে অনেক ক্রেতাই পুরনো ফোন বদলে কম খরচে নতুন মডেল হাতে পাচ্ছেন। বাজার চাঙ্গা হওয়ার পিছনে এই অফারগুলিই বড় কারণ।
এইবার নজর কাড়ছে স্যামসাং গ্যালাক্সি M07। এম-সিরিজের এই ফোনটি ডিসকাউন্টের পর ১০ হাজার টাকার নিচে নেমে আসায় প্রতিযোগীদের মাথাব্যথা বাড়িয়েছে। ৫জি সমর্থিত হওয়ায় যুব প্রজন্মের মধ্যে আগ্রহও তুঙ্গে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আর উন্নত প্রসেসরের দাবিতে ব্র্যান্ডটি এই দামে বড় বাজি খেলেছে বলেই মনে করছে শিল্পমহল।
রিয়েলমি C73 5G-ও এই সেলে অন্যতম আকর্ষণ। এন্ট্রি-লেভেল সেগমেন্টে ভালো ক্যামেরা, দ্রুত চার্জিং আর স্মুথ পারফরম্যান্স, সব মিলিয়ে রিয়েলমি তার জায়গাটা শক্ত করেছে। একইভাবে পোকো C71-ও বাজেট সেগমেন্টে নজর কাড়ছে। ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনায় দাম অনেক কম হওয়ায় স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলেই জানিয়েছে বিক্রেতারা।
এছাড়া আইকু Z10 Lite-ও এবার আলোচনার কেন্দ্রে। ১০ হাজার টাকার কমে এই পারফরম্যান্স পাওয়া যাবে, এমনটা ভাবেননি অনেকেই। গেমিং-ফোকাসড প্রসেসর আর বড় ডিসপ্লে। দুটোই মিলিয়ে আইকু বাজেট মার্কেটে নতুন মাত্রা এনেছে। ক্রেতাদের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের আগ্রহ বেশ লক্ষণীয়।
ব্যাংক অফারে সুবিধা আরও বাড়ছে। এসবিআই, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডে অতিরিক্ত ছাড় মিলছে, ফলে দাম আরও কমে যাচ্ছে। সঙ্গে অ্যাক্সেসরিজ মাত্র ৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে কভার, স্ক্রিন গার্ড, চার্জার। সব কিছুর দামই রীতিমতো চমকে দেওয়ার মতো। ক্রেতারা তাই ফোনের সঙ্গে প্রয়োজনীয় অ্যাড-অনও কিনে নিচ্ছেন একসঙ্গে।
মোটের ওপর এবারের আমাজন সেলে বাজেট স্মার্টফোন সেগমেন্টেই তুঙ্গে উত্তেজনা। ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে মোবাইল বিক্রি হওয়ায় বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের গণছাড় অনলাইনে রেকর্ড সেল তৈরি করবে। উৎসবের মরশুমে যে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছিলেন তাঁরা এখনই সেরা সময়। এই সরকারি স্কিমে প্রতি মাসে ২০০০ টাকা জমান, পাবেন ১১ লক্ষ টাকা রিটার্ন