অনলাইনে অর্ডার করা খাবার আগামী দিনে ব্যয়বহুল হতে পারে। দামি হতে পারে Swiggy বা Zomato-র মতো অ্যাপ ভিত্তিক খাবার ডেলিভারির থেকে কেনা খাবার। কারণ, কেন্দ্র সরকার এবার অনলাইন খাবার ডেলিভারিতেও GST চাপানোর কথা ভাবছে।
আগামী ১৭ সেপ্টেম্বর লখনউয়ে GST কাউন্সিলের বৈঠক বসছে। এই বৈঠকেই অনলাইনে অর্ডার করা খাবারে GST চাপানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হলেই আরও দামি হয়ে যাবে অনলাইনে অর্ডার করা খাবার।
পেট্রোল-ডিজেলের পর এবার অনলাইনে খাবারের ডেলিভারি পরিষেবাতেও GST চাপানোর কথা ভাবছে কেন্দ্র সরকার। এতদিন হোটেল বা রেস্তোরাঁর খাবারের ক্ষেত্রেই GST দিতে হত। এবার সেটা অনলাইনে খাবার অর্ডার করলেও দিতে হতে পারে। অর্থাৎ, হোটেল বা রেস্তোরাঁ তো GST যুক্ত হওয়ার পরে আবার অনলাইন ফুড ডেলিভারি সংস্থাও তার উপর GST চাপাবে। অর্থাৎ খাবারের দামে দুবার GST দিতে হবে আপনাকে।
১৭ অক্টোবর লখনউয়ে GST কাউন্সিলের বৈঠক বসবে। সেখানেই অনলাইনে অর্ডার করা খাবারে GST চাপানোর বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে GST কাউন্সিলের প্রস্তাব গৃহীত হলে অনলাইনে অর্ডার করা খাবার আরও দামি হবে, তাতে কোনও সন্দেহ নেই। এতে চাপ বাড়বে গ্রাহকের উপর।
GST কাউন্সিলের প্রস্তাব কার্যকর হলে যেমন পকেটে টান পড়বে ভোজনরসিকদের, তেমনই অনলাইনে খাবার অর্ডার করা অনেকেই কমিয়ে দেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। অনলাইনে খাবার অর্ডার করা কমে গেলে, ক্ষতিগ্রস্ত হবেন রেস্তোরাঁর মালিকদের সঙ্গে সঙ্গে Swiggy বা Zomato-র মতো অ্যাপ ভিত্তিক খাবার ডেলিভারির সঙ্গে যুক্ত সংস্থাও।