স্কুলের ছাত্র-ছাত্রীদের Aadhaar কার্ড তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে পাইলট প্রজেক্ট শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের Aadhaar কার্ড তৈরি করে দিতে চায় সরকার।
আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রকল্পটি। এই প্রকল্পে স্কুলেই ক্যাম্প বসিয়ে ছাত্র-ছাত্রীদের Aadhaar কার্ড তৈরি করার ব্যবস্থা করা হয়েছে।
অক্টোবরের ১, ৪, ৫, ৭ এবং ৮ তারিখে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত স্কুলে স্কুলেই ক্যাম্প বসিয়ে স্কুল পড়ুয়াদের Aadhaar কার্ড তৈরি করে দেওয়া হবে। আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরই Aadhaar কার্ড করানোর উপরে জোর দেওয়া হচ্ছে।
এই প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে গিয়েই Aadhaar কার্ড করিয়ে নিতে পারবে। স্কুল ছাড়াও এসআই এবং বিডিও অফিস থেকেও ছাত্র-ছাত্রীরা নিজেদের Aadhaar কার্ড করিয়ে নিতে পারবে।
কেন এই উদ্যোগ? Aadhaar না থাকায় কন্যাশ্রী বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। Aadhaar এনরোলমেন্টের জন্য নিজেদের স্কুলে বা নির্দিষ্ট ক্যাম্পগুলিতে উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের।
এই প্রকল্পের বাস্তবায়নে ইতিমধ্যেই Aadhaar কর্তৃপক্ষ UIDAI এবং রাজ্য স্কুলশিক্ষা দফতরের একটি বৈঠক হয়েছে। সরাসরি স্কুলে Aadhaar নথিভুক্তির কেন্দ্র থেকেই পড়ুয়াদের কার্ড দেওয়া হবে। Aadhaar কার্ড দেওয়ার আগেই অভিভাবকদের তার দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে।