Advertisement

ইউটিলিটি

WhatsApp-এ আসল নাম না দিলে আর এই ফিচার ব্যবহার করতে পারবেন না

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 May 2022,
  • Updated 1:02 PM IST
  • 1/6

Whatsapp হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য একটা জরুরি আপডেট রয়েছে। আপডেট সেই সমস্ত ইউজারদের জন্য, যাঁরা হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস ইউজ করতে চান।
 

  • 2/6

এখন হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস ইউজ করতে হলে আপনার অ্যাপে নিজের সত্যিকারের নাম দিতে হবে। নইলে আপনি ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ পেমেন্ট।

  • 3/6

ইউজার পেমেন্ট ইন্টারফেস (UPI) পেমেন্ট ফিচারের ইউজ করতে পারবেন। এই সার্ভিস ইউজ করবেন তার নাম ব্যাংকে দেওয়া নামের সঙ্গে আলাদা হলে চলবে না। অর্থাৎ হোয়াটসঅ্যাপে ইউপিআই পেমেন্ট করতে গেলে অরিজিনাল নাম থাকতে হবে।

  • 4/6

অন্য ইউজাররা এই পেমেন্ট দেখতে পাবেন। এটা নিয়ে কোম্পানি নিজের FAQ পেজে তথ্য দিয়েছে। এই নাম তাঁরাও দেখতে পাবেন, যাঁরা পয়সা ট্রানস্ফার করবেন।

  • 5/6

হোয়াটসঅ্যাপের লিগাল নাম দেওয়ার প্রয়োজন হল কারণ ইন্টারন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(IPCI) এর গাইডলাইন এর কারণে এটি করতে হবে। এর উদ্দেশ্য হলো ইউপিআই পেমেন্ট সিস্টেমে যাতে  ফ্রড কম হয় সে বিষয়টি নিশ্চিত করা।

  • 6/6

হোয়াটসঅ্যাপে কীভাবে ভেরিফাই করবেন অরিজিনাল নাম?

ফেসবুক ওনারশিপ ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ পেমেন্ট সিস্টেম ব্যবহার করবেন, তখন অ্যাকাউন্টে ফোন নম্বরে ইউজারনেম ভেরিফাই করার জন্য করা হবে। ওই ফোন নম্বরের সঙ্গে অ্যাটাচ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কি না তা দেখা হবে। সেই একাউন্টে আপনি ট্রানস্ফার্স এর মাধ্যমে এখান থেকে আপনার কাছে টাকা আসতে পারবে। ফোন নম্বর দিয়ে আপনার পরিচিতি যাচাই করা হবে। এখন আপনি হোয়াটসঅ্যাপে পেমেন্ট ইউজ করতে গেলে অন্যদের ইউপিআই নিয়ে আপনাকে লিগাল নাম দেখতে পারে।

 

Advertisement
Advertisement