আকাশপথে চলবে ট্রাম। এ দেশে উড়ন্ত বাস চালানো নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে যে সরকার এগোচ্ছে, সে কথা নিজেই টুইট করে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি। রাস্তায় ট্রাম চলতে দেখেছেন কলকাতার মানুষ। আকাশপথে কীভাবে চলে? 'এয়ার-ফ্লাইং বাস' মানে 'এরিয়াল ট্রাম-ওয়ে' (Aerial Tram-Way)-র সুবিধাই বা কী? কোন দেশে রয়েছে এই পরিবহণব্যবস্থা?
এরিয়াল ট্রাম-ওয়ে' (Aerial Tram-Way) কী?
এরিয়াল ট্রামওয়ে একটি অত্যাধুনিক পরিবহণব্যবস্থা। সড়কে ক্রমবর্ধমান যানজটের চাপ এবং মেট্রো বা মনোরেলে ভিড়ের ফলে নতুন যানব্যবস্থার দরকার হয়ে পড়েছে। পার্বত্য এলাকার পরিবহণেও ভূমিকা নিতে পারে এরিয়াল ট্রামওয়ে। সাধারণত এটি গন্ডোলা বা রোপওয়ে বলে অনেকে মনে করেন। তবে এটি তার থেকে সম্পূর্ণ আলাদা।
আপনি যদি কখনও পাহাড়ে বেড়াতে যান নিশ্চিতভাবে নজরে এসেছে নদী বা খাদ পার হওয়ার জন্য রশির সাহায্যে মানুষ যাতায়াত করছে। মালপত্রও এভাবে এপার থেকে ওপারে পাঠানো হয়। এই মেকানিজমই খাটে এরিয়াল ট্রামওয়ের ক্ষেত্রে। বৈদ্যুতিক মোটর এবং ট্র্যাকশন কন্ট্রোল ইউনিটের মাধ্যমে তৈরি হয় আকাশপথ।
আকাশপথে ট্রামের ফায়দা
শহরাঞ্চলে যানযটের ভিড় এড়িয়ে আকাশপথে সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন সাধারণ মানুষ। আর এখানে লাইন পাতার খরচও নেই। ফলে ট্রেন বা মোনোরেলের মতো পরিকাঠামোর বিপুল খরচ এড়িয়ে আকাশপথে ট্রাম চালানো সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরেই চলে এই যান। পার্বত্য এলাকায় সড়ক তৈরি করতে অনেক খরচ। সেখানে সুগম যাত্রা নিশ্চিত করতে পারে এরিয়াল ট্রাম। একসঙ্গে ২৫ থেকে ২৩০ জন যাত্রী সফর করতে পারেন। সেই সঙ্গে পণ্য পরিবহণেও কাজে লাগে। মেট্রো বা মোনোরেলের তুলনা. খরচ অনেক কম।
কোন কোন দেশে জনপ্রিয়
ইউরোপ আর আমেরিকার বহু এলাকায় চলে আকাশপথে ট্রাম। নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে এটি জনপ্রিয় পরিবহণ। এছাড়া ক্যালিফোর্নিয়া, আলাস্কাতেও চলে। জার্মানি, ফ্রান্স ও আল্পস পর্বতমালা এলাকায় আকাশপথে ট্রাম জনপ্রিয় পরিবহণব্যবস্থা।
গন্ডোলায় সার্কুলার মুভমেন্ট
জম্মু ও কাশ্মীরের গুলমার্গ বা উত্তরাখণ্ডের আলিতে গিয়ে গন্ডোলায় চড়েননি এমন মানুষ পাওয়া দুষ্কর। বিদেশের বহু পর্যটনস্থলে রয়েছে এই যানব্যবস্থা। দড়ির সঙ্গে বাঁধা থাকে এক একটি কেবিন। এটি গোল গোল করে ঘোরে। অর্থাৎ একসঙ্গে সবকটিই চলমান থাকে। একটি থামাতে গেলে অন্যটিও থেমে যায়।
আরও পড়ুন- রিজার্ভেশন করেও বার্থ পাননি! ১ লক্ষ টাকা যাত্রীকে দেবে রেল