Advertisement

এই Cryptocurrency-তে রাতারাতি ধনকুবের! এক সপ্তাহে ১ হাজার টাকা হল ৩০০০ কোটি

Coimmarketcap-এ দেওয়া তথ্য অনুযায়ী একটা টোকেনের ভ্যালু ৭ দিন আগে ছিল 0.00000001396 ডলার, যা এখন পৌঁছেছে 0.4039 ডলারে। এই এক সপ্তাহে 2,893,266,376 শতাংশ গতি এসেছে। অর্থাৎ এই এক সপ্তাহে যদি কেউ এখানে হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তবে বর্তমানে সেটি বেড়ে হয়েছে 2,989.32 কোটি টাকা।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jan 2022,
  • अपडेटेड 4:54 PM IST
  • আসছে নতুন ক্রিপ্টোকারেন্সি
  • নয়া ক্রিপ্টোকারেন্সি এসেছে একতা
  • এর এমক্যাপ ৫০ লক্ষ ডলারের কম

দ্রুত বদলাচ্ছে ক্রিপ্টোকারেন্সির দুনিয়া। একদিকে যেমন রয়েছে Bitcoin বা Etherum-এর মতো মেইনস্ট্রিম ক্রিপ্টোকারেন্সি, অন্যদিকে তেমনই রয়েছে Memecoin বা Altcoin। এছাড়ও আসছে আরও নতুন কিছু ক্রিপ্টোকারেন্সি। সেক্ষেত্রে নয়া এই ক্রিপ্টোকারেন্সি হল Crypto Token ও Ekta। নতুন এই টোকেনে গত ৭ দিনে ২.৯ বিলিয়ন শতাংশ গতি এসেছে। 

৭ দিনে একটা বাড়ল ভ্যালু 
Coimmarketcap-এ দেওয়া তথ্য অনুযায়ী একটা টোকেনের ভ্যালু ৭ দিন আগে ছিল 0.00000001396 ডলার, যা এখন পৌঁছেছে 0.4039 ডলারে। এই এক সপ্তাহে 2,893,266,376 শতাংশ গতি এসেছে। অর্থাৎ এই এক সপ্তাহে যদি কেউ এখানে হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তবে বর্তমানে সেটি বেড়ে হয়েছে 2,989.32 কোটি টাকা।

একতার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে চমকে দেওায়র মতো গতি এলেও এখনও পর্যন্ত এই টোকেন সেটি নিজের পুরনো অল-টাইম হাইয়ের চেয়ে নিচেই রয়েছে। সেক্ষেত্রে নিজের অল-টাইম হাইতে যেতে গেলে এখনও পর্যন্ত সেটিকে ৯৬ শতাংশ ওপরে যেতে হবে। 

যদিও ক্রিপ্টোকারেন্সিতে এই টোকেনের অংশ খুবই কম। এখনও এর এমক্যাপ ৫০ লক্ষ ডলারের কম। বর্তমানে এর 12,097,924 টোকেন সাপ্লাইতে রয়েছে। প্রজেক্ট ডিসপ্লে অনুযায়ী এর সবচেয়ে বেশি 420,000,000 টোপেন সাপ্লাই করা যাবে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement