Advertisement

Tala Bridge : পুজোর আগেই টালা ব্রিজ খুলছে, ভাঙা হবে চিত্‍পুর ব্রিজ, জানালেন ফিরহাদ

টালা ব্রিজ সংলগ্ন রাস্তা নিয়ে জটিলতা কাটাতেই এদিন বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, পুলক রায়, অতীন ঘোষরা। পুজোর আগে যদি ব্রিজ খুলেও যায়, তবুও পণ্যবাহী গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না। সেক্ষেত্রে খড়গপুর আইআইটি রিপোর্ট জমা দিলে তারপর পণ্যবাহী গাড়ির অনুমতি মিলবে বলে জানা গিয়েছে।

ফিরহাদ হাকিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2022,
  • अपडेटेड 5:19 PM IST
  • টালা ব্রিজ নিয়ে বৈঠক
  • খুলতে পারে পুজোর আগেই
  • তারপর ভাঙা হবে চিৎপুর ব্রিজ

পুজোর আগেই খুব সম্ভবত খুলে যাচ্ছে টালা ব্রিজ। শুক্রবার এমনটাই আশাপ্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টালা ব্রিজ চালু হলে তারপর চিৎপুর ব্রিজ ভাঙার কাজ শুরু হবে বলেও জানান মেয়র। 

শুক্রবার টালা ব্রিজ (Tala Bridge) নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও ছিলেন পুরসভা, পিডব্লুডি ও নির্মাণকারী সংস্থার আধিকারিকেরা। সেখানে সিদ্ধান্ত হয় লোড টেস্টের রিপোর্ট হাতে এলেই চালু করা হবে টালা ব্রিজ। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'লোড টেস্টের রিপোর্ট হয়তো এই সপ্তাহেই পাওয়া যাবে। পেয়ে গেলে ম্যাডামের কাছে ডেট চাইবো, আমাদের ইচ্ছা সিএম এসে উদ্বোধন করুন। আশা করছি পুজোর আগেই। নির্মাণকারী সংস্থা বলছে প্রথমে ছোট গা়ডি কিছুদিন চালানো হবে। তারপর বড় গাড়ি চালাবো।' 

টালা ব্রিজ সংলগ্ন রাস্তা নিয়ে জটিলতা কাটাতেই এদিন বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, পুলক রায়, অতীন ঘোষরা। পুজোর আগে যদি ব্রিজ খুলেও যায়, তবুও পণ্যবাহী গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না। সেক্ষেত্রে খড়গপুর আইআইটি রিপোর্ট জমা দিলে তারপর পণ্যবাহী গাড়ির অনুমতি মিলবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পুজোর আগে বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ। যানবাহন চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়ায় বন্ধ করা হয়েছিল ব্রিজটি। তারপর শুরু হয় পুরনো ব্রিজ ভাঙার কাজ। নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয় পরের বছর ফেব্রুয়ারি মাসে। টালা ব্রিজ চালু হলে চিৎপুর ব্রিজ ভাঙার কাজ শুরু হবে বলেও এদিন জানান মেয়র। 
 

আরও পড়ুন'আমি ডক্টরেট-MBA-পরিবারে সবাই উচ্চশিক্ষিত, জামিন দিন,' আদালতে পার্থ

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement