বাইক অনেকেরই প্রিয় বাহন। কেউ কেউ আবার স্কুটারেও স্বচ্ছন্দ। অনেকেই আছেন হাই-সিসির বাইক খোঁজেন। আবার কেউ আছেন মাইলেজের কথা মাথায় রেখে কম সিসির বাইকেই খুশি থাকেন। কারণ বর্তমানে পেট্রোলের দাম যেখানে পৌঁছেছে তাতে গাড়ির মাইলেজ (Bike Mileage) কম হলে মধ্যবিত্তের পকেটে টান পড়াটা স্বাভাবিক। তাই অনেকেই বেছে নেন বেশি মাইলেজের বাইক। অনেক সময় আবার এমনও হয় যে, দোকান থেকে যতটা মাইলেজের কথা বলা হয়েছে বাস্তবে ততটা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিছু টিপস রয়েছে, যেগুলি মেনে চললে বাড়তে পারে ইঞ্জিনের মাইলেজ।
১. নির্দিষ্ট সময় অন্তর বাইক বা স্কুটারের সার্ভিসিং (Bike Servicing) করান। তাতে ইঞ্জিন ঠিক থাকবে। আর ইঞ্জিন ঠিক থাকলে মাইলেজও ভাল দেবে।
২. সময়মতো পরিষ্কার করুন এয়ার ফিল্টার। কারণ বাতাসের ধূলিকণা এর মধ্যে ময়লা জমায়, যা ইঞ্জিনের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। আর তার প্রভাব পড়ে মাইলেজে।
৩. বাইকের চেন, ইঞ্জিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে তেল দেওয়ায় বিষয়ে যত্নবান হন। কারণ ওই সমস্ত যন্ত্রাংশ পর্যাপ্ত তেল দিলে বাইকের পারফরম্যান্স ভাল থাকে এবং মাইলেজও বাড়ে।
৪. বাইকের ক্ষমতা অনুযায়ী তাতে লোড চাপান। ক্ষমতার চেয়ে বেশি লোড চাপালে পারফরম্যান্সে প্রভাব পড়বে। এছাড়া মাইলেজও কমে যেতে পারে।
৫. বাইক চালানোর সময় প্রয়োজন ছাড়া ক্লাচ-ব্রেক ব্যবহার করবেন না। কারণ বেশি ক্লাচ-ব্রেক ব্যবহার করলে মাইলেজে প্রভাব পড়ে। তাই এগুলির কম ব্যবহারে মাইলেজ বাড়তে পারে।
৬. রাফ ড্রাইভিং এড়িয়ে চলুন। গাড়ির গতি অনুযায়ী ব্যবহার গিয়ার করুন। তাতে মাইলেজ বাড়ানো যাবে।
আরও পড়ুন - ৩ মাসের মধ্যেই মিলবে পরিচয়পত্র, উত্তরবঙ্গে বড় ঘোষণা অভিষেকের