Income Tax Refund: ইনকাম ট্যাক্স (Income Tax) বিভাগের তরফ থেকে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত দেড় লক্ষ কোটি টাকার বেশি ট্যাক্স রিফান্ড করা হয়েছে। করদাতারা রিটার্ন (Income Tax Refund) ফাইল করার পর আয়কর বিভাগ তার হিসেব করে। আর তারপর রিফান্ড দেওয়া হয়।
ফাইল করার পরও
যদি আপনি রিটার্ন (Income Tax Refund) ফাইল করে থাকেন এবং এখনও পর্যন্ত রিটার্ন (Income Tax Refund) না পেয়ে থাকেন, তা হলে খুব সহজেই নিজের ব্যাপারে তথ্য় জানতে পারবেন। নিজের স্টেটাস চেক করে নিন চট করে।
ইনকাম ট্যাক্সের টুইট
এ ব্য়াপারে ইনকাম ট্যাক্স (Income Tax) বিভাগ একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ১.৫০ লক্ষ কোটি টাকার বেশি রিফান্ড করা হয়েছে। এর মধ্যে ২১,৩২৩.৫৫ কোটি টাকার ১.১ কোটি রিফান্ড ২০২১-১১ সালের দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এ বাগানে প্রজাপতি পাখায়-পাখায় রং ছড়ায়...
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি বা CBDT) ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ৩ জানুয়ারি ১.৪৮ কোটি করদাতাকে ১,৫০,৪০৭ কোটি টাকা রিফান্ড করেছে।
তারা আরও জানিয়েছে, এর মধ্যে ১.৪৬ কোটি মামলায় ৫১,১৯৪ কোটি টাকার জমা আয়কর ফিরিয়ে দেওয়া হয়েছে। আর ২.১৯ লাখ মামলায় ৯৯,২১৩ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স রিফান্ড রয়েছে।
এখানে চেক করুন স্টেটাস
এ জন্য আপনাকে সবার আগে আযকর (Income Tax) বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল http://www.incometax.gov.in। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর দেখা যাবে ই-ফাইল অপশন। সেখানে নিজের ইনকাম ট্যাক্স রিটার্নস সেলেক্ট করুন।
তারপর আইটিআর (Income Tax Refund) স্টেটাস দেখা যাবে। আর আপনাকে ট্যাক্স রিফান্ড জারি হওয়ার দিন দেখাবে। সেইসঙ্গে আপনি এটাও জানতে পারবেন, আপনাকে কত টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।
চেক করে নিন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল নয় তো
রিটার্ন (Income Tax Refund) না পাওয়ার অনেক কারণের মধ্যে একটা বড়সড় কারণ হল ব্য়াঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে ভুল থেকে যাওয়া। যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় নিজের অ্যাকাউন্টের ব্য়াপারে ভুল কোনও তথ্য দিয়ে থাকেন, সে কারণে আপনার রিফান্ড আটকে যেতে পারে।
এ জন্য আপনাকে একটু সময় বের করতে হবে। আর আয়কর (Income Tax) বিভাগের ওয়েসবাইটে নিজের অ্য়াকাউন্টের ব্য়াপারে ঠিক তথ্য দিতে হবে। এর পাশাপাশি আরও একটি জিনিসে খেয়াল রাখতে হবে। আর তা হল ব্য়াঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকতে হবে।