Advertisement

ITR File Deadline Extension Updates : আইটিআর ফাইলের ডেডলাইন বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

ITR File Deadline Extension Updates: মানুষ আশা করেছিল যে প্রতিবারের মতো সরকার এ বছরও সময়সীমা বাড়াবে। তবে এখন এ বিষয়ে সরকারের সাফ করে দিয়েছে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে এবার আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়ানোর কথা ভাবছে না।

আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়াছে না (প্রতীকী ছবি)আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়াছে না (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 22 Jul 2022,
  • अपडेटेड 6:54 PM IST
  • মানুষ আশা করেছিল যে প্রতিবারের মতো সরকার এ বছরও সময়সীমা বাড়বে
  • তবে এখন এ বিষয়ে সরকারের সাফ করে দিয়েছে
  • এবার আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়ানোর কথা ভাবছে না

ITR File Deadline Extension Updates: করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আয়কর রিটার্ন দাখিল করার জন্য আইটিআর ফাইলিংয়ের সময়সীমার খুব কমই বাকি আছে। হাতে রয়েছে আর ১০ দিন। এখনও অর্ধেকের বেশি করদাতা তাদের আইটিআর ফাইল করেননি। 

মানুষ আশা করেছিল যে প্রতিবারের মতো সরকার এ বছরও সময়সীমা বাড়াবে। তবে এখন এ বিষয়ে সরকারের সাফ করে দিয়েছে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে এবার আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ বাড়ানোর কথা ভাবছে না।

সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই
আর্থিক বছর ২০২১-২২ অর্থাৎ মূল্যায়ন বছর ২০২২-২৩-এর জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ হল 31 জুলাই। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, সরকার এর বাইরে সময়সীমা বাড়াতে যাচ্ছে না। 

আরও পড়ুন

পিটিআই রাজস্ব সচিবকে এই খবর জানিয়েছেন। পিটিআই অনুসারে, রাজস্ব সচিব বলেছেন যে সরকার ৩১ জুলাইয়ের পরে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করছে না।

সময়সীমার পরে জরিমানা করা হবে
আয়কর দফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ কোটিরও বেশি মানুষ রিটার্ন দাখিল করেছেন। সময়সীমা অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৭ কোটি লোককে আইটিআর ফাইল করতে হবে। এখন সরকার সাফ জানিয়ে দিয়েছে যে সময়সীমা বাড়বে বলে আশা করা যাচ্ছে না। 

এই পরিস্থিতিতে, যদি বাকি প্রায় ৪.৫ কোটি মানুষ গত 10 দিনে রিটার্ন দাখিল করেন, তবে রিটার্ন ফাইলিং পোর্টালে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব সমস্যা এড়াতে অবিলম্বে আয়কর রিটার্ন দাখিল করা প্রয়োজন। সময়সীমা বাড়ানো না হলে 31 জুলাইয়ের পরে রিটার্ন দাখিলের জন্য জরিমানা দিতে হতে পারে।

Advertisement

সর্বশেষ সমীক্ষায় এ বিষয়টি উঠে এসেছে
লোকাল সার্কেলের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, দেশের করদাতাদের মধ্যে ৫৪ শতাংশই এখনও রিটার্ন দাখিল করেননি। এখন আইটিআর ফাইল করার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ১০ দিনেরও কম বাকি।

এর পরেও আইটিআর ফাইলারদের সংখ্যা দ্রুত বাড়ছে না। সমীক্ষার তথ্যে উঠে এসেছে আরও এক চমকপ্রদ তথ্য। এই অনুসারে, ৩৭ শতাংশ করদাতা মনে করেন যে তাঁরা আইটিআর ফাইল করার সময়সীমা পর্যন্ত তাঁদের রিটার্ন দাখিল করতে পারবেন না।

 

Read more!
Advertisement
Advertisement