Advertisement

Krishak Bandhu Payment Update: কালই ঢুকতে পারে কৃষক বন্ধুর টাকা, কৃষকরা পাবেন নতুন বছরের উপহার

২৬ এপ্রিল বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত সামাজিক প্রকল্পের টাকা দেওয়া শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2023,
  • अपडेटेड 7:29 PM IST
  • ২৬ এপ্রিল বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক রয়েছে
  • সমস্ত সামাজিক প্রকল্পের টাকা দেওয়া শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের কৃষকদের জন্য সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবারই ঢুকতে পারে খারিফ মরসুমের (kharif season) জন্য কৃষক বন্ধু প্রকল্পের (krishak bandhu) টাকা।  ২৬ এপ্রিল বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত সামাজিক প্রকল্পের টাকা দেওয়া শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কালই কৃষক বন্ধুর টাকা ঢুকতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত নতুন লোকজন কৃষক বন্ধুর তালিকায় নাম তুলেছেন, তাঁরাও টাকা পাবেন। তবে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু সময় লাগবে। কারণ একদিনে সবার টাকা দেওয়া সম্ভব নয়।

নবান্নের তরফে জানা গিয়েছে, এবার দুয়ারে সরকারে প্রায় দেড় কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) টাকা পাওয়ার জন্য নতুন আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১ লক্ষ ৩০ হাজারের বেশি আবেদনে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কৃষক বন্ধুর ওয়েবসাইটে বেশিরভাগ কৃষকদের স্টেটাসে বড় আপডেট চলে এসেছে। ওয়েবাসাইটে কৃষকদের স্টেটাসে (krishak bandhu status) 'Account Valid' লেখাটা এসেছে। এটা টাকা দেওয়ার আগে একেবারে শেষ ধাপ। অর্থাৎ এই স্টেটাসের পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।

আরও পড়ুন: Maternity Insurance Policy: মাতৃত্বকালীন বিমাও হয়, প্রেগন্যান্সি পলিসিতে কী কী সুবিধা?

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement