Advertisement

Jeevan Pragati Plan LIC : মাত্র ২০০ টাকা বিনিয়োগে ২৮ লাখ রিটার্ন দিচ্ছে LIC, ধামাকা স্কিম

LIC-র বিশেষত্ব হল এটি একটি বিশেষ নীতির নাম, যা ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করে।LIC-র জীবন প্রগতি প্ল্যানে সরকার আপনাকে নানাভাবে সাহায্য করে। এতে আপনি রিস্ক কভারও পাবেন। শুধু তাই নয়, এতে পাওয়া য়াবে ডেথ বেনিফিটও, যা প্রতি ৫ বছরে বাড়ে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Mar 2023,
  • अपडेटेड 2:31 PM IST
  • এলআইসি-র দারুণ স্কিম
  • জীবন প্রগতি প্ল্যান
  • জেনে নিন প্ল্যানের খুঁটিনাটি

আপনি কি এলআইসি-র (Life Insurance Corporation Of India) পলিসি করার পরিকল্পনা করছেন, তাহলে এখানে আপনার জন্য সুখবর রয়েছে। LIC আপনার জন্য এমন একটি পলিসি নিয়ে এসেছে, যেখানে আপনি পাবেন পুরো ২৮ লক্ষ টাকা। মনে রাখবেন, সেঙিংসের অন্যতম সেরা জায়গা হল এলআইসি। সংস্থার এই প্ল্যানের নাম জীবন প্রগতি প্ল্যান (Jeevan Pragati Plan LIC)। এখানে ২০০ টাকা বিনিয়োগে পাওয়া যাবে ২৮ লক্ষ টাকা।

স্কিমে কী রয়েছে?
এই প্রতিবেদনে আমরা আপনাকে LIC-র একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে বলতে চলেছি, যেখানে পাওয়া যাবে বাম্পার লাভ। এই স্কিমের অনেক বিশেষত্ব রয়েছে।  চলুন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাই।

এলআইসির দারুণ প্ল্যানটি কী?
LIC-র বিশেষত্ব হল এটি একটি বিশেষ নীতির নাম, যা ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করে।LIC-র জীবন প্রগতি প্ল্যানে সরকার আপনাকে নানাভাবে সাহায্য করে। এতে আপনি রিস্ক কভারও পাবেন। শুধু তাই নয়, এতে পাওয়া য়াবে ডেথ বেনিফিটও, যা প্রতি ৫ বছরে বাড়ে। তবে সেই অর্থ নির্ভর করে যে, পলিসিটি কতদিন সক্রিয় ছিল তার উপর। এই পলিসি ১২ বছর বয়স থেকে শুরু করা যেতে পারে। এই স্কিমের অধীনে আপনাকে ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগকারীদের প্রতিদিন ২০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

পলিসির বিশেষত্ব জানুন
১.
5 বছরের মধ্যে পলিসি হোল্ডার মৃত্যু হলে, বেসিক সাম অ্যাসুরডের ১০০ শতাংশ প্রদান করা হবে৷
২. পলিসির ৬ বছর থেকে ১০ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ১২৫ শতাংশ, ১১ থেকে ১৫ বছরের মধ্যে ১৫০ শতাংশ এবং ১৬ থেকে ২০ বছরের মধ্যে ২০০ শতাংশ দেওয়া হবে৷
৩. দুর্ঘটনার সুবিধা এবং প্রতিবন্ধী রাইডারও পাওয়া যাবে।
৪. জীবন প্রগতি প্ল্যান ম্যাচিউরিটি বিনিফিট হলে বিনিয়োগকারী পাবেন ২৮ লাখ টাকা।

Advertisement

আরও পড়ুন - সেরা ১২৫ সিসি-র বাইক কোনটি? জানুন দাম ও ফিচার্স


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement