আগামী মাসে Alto-র নেক্সট জেনারেশন মডেল লঞ্চ করতে চলেছে Maruti Suzuki। অটোকার ইন্ডিয়া জানাচ্ছে, মডেলটি বেশ কয়েকটি টেস্টিংয়ের সময় দেখা গিয়েছে। অগাস্টের দ্বিতীয়ার্ধে এটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। অল্টোর এই থার্ড জেনারেশন মডেলটি একটি নতুন প্ল্যাটফর্ম এবং পাওয়ারট্রেন পেতে পারে।
ঝাঁ চকচকে ডিজাইন
নতুন অল্টোকে দেওয়া হচ্ছে ঝাঁ চকচকে লুক। হেডল্যাম্পগুলি উপরের দিকে থেকে ঢালু এবং ফগ লাইটগুলিও আকর্ষণীয়। নতুন অল্টো বর্তমান মডেলের তুলনায় কিছুটা লম্বা হতে পারে। অন্যদিকে দরজাগুলিও কিছুটা বড়। তবে সব ভেরিয়েন্টেই টায়ারের আকার একই থাকবে বলে মনে করা হচ্ছে।
K10C ইঞ্জিন
নতুন K10C 1.0-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিনটি নেক্সট-জেন অল্টোতে পাওয়া যাবে। ইঞ্জিনটি 89 Nm পিক টর্ক এবং 67 hp পাওয়ার উৎপন্ন করে। Maruti Suzuki দুটি ইঞ্জিন বিকল্প সহ নতুন Alto লঞ্চ করতে পারে। নতুন অল্টোর সিএনজি ভেরিয়েন্টও চালু হবে বলে আশা করা হচ্ছে।
কিনেছেন ৪৩ লক্ষেরও বেশি মানুষ
অল্টো 2000 সালে ভারতীয় বাজারে প্রথম চালু হয়। এটি 2004 সালের মধ্যে অটোমেকারের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে ওঠে। গত 20 বছরে, মারুতি সুজুকি অল্টোর মোট 43 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে। এর থেকেই গাড়িটির জনপ্রিয়তা অনুমান করা যায়। বিক্রয়ের পরিপ্রেক্ষিতে এটিকেই এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয় গাড়ি বলে মনে করা হয়।
আরও পড়ুন - বিনা পরীক্ষায় রেলে চাকরি, মাধ্যমিক পাশ হলেই চলবে