Advertisement

Petrol Diesel Price Hike : আজ ফের বাড়ল তেলের দাম, আপনার শহরে কত?

Petrol-Diesel Price Hike : আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বিগত বেশকিছু দিন ধরে বেড়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ১ মাস ধরে যে যুদ্ধ চলছে তার প্রভাব বিশ্বব্যাপী পেট্রোল-ডিজেলের দামের ওপরে পড়েছে। তাই এই পরিস্থিতিতে ৫ রাজ্যের নির্বাচন শেষ হলে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। আর বাস্তবেও তেমনটাই হল। ১০ মার্চ ৫ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতকাল থেকে বাড়তে সুরু করল জ্বালানির দাম। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Mar 2022,
  • अपडेटेड 7:49 AM IST
  • ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • বাদ গেল না কলকাতাও
  • দেখে নিন দেশের প্রধান ৪ শহরে আজ তেলের দাম কত

Fuel Price Hike : দেশে ফের বাড়ল জ্বালানির দাম। ৫ রাজ্য়ে নির্বাচনের পরেই আবারও বাড়তে শুরু করল তেলের দাম। আজ আবারও লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি। আজ শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.৩৪ টকা এবং ডিজেলের দাম ৯১.৪২ টাকা। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বিগত বেশকিছু দিন ধরে বেড়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ১ মাস ধরে যে যুদ্ধ চলছে তার প্রভাব বিশ্বব্যাপী পেট্রোল-ডিজেলের দামের ওপরে পড়েছে। তাই এই পরিস্থিতিতে ৫ রাজ্যের নির্বাচন শেষ হলে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। আর বাস্তবেও তেমনটাই হল। ১০ মার্চ ৫ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতকাল থেকে বাড়তে সুরু করল জ্বালানির দাম। 

একনজরে দেখে নেওয়া যাক দেশের প্রধান ৪ শহরের পেট্রোল ডিজেলের দাম-
শহর     পেট্রোল    ডিজেল
দিল্লি       ৯৭.০১       ৮৮.২৭
মুম্বই       ১১১.৬৭     ৯৫.৮৫
কলকাতা ১০৬.৩৪    ৯১.৪২
চেন্নাই      ১০২.৯১     ৯২.৯৫

এর আগে গতবছর নভেম্বর মাসে পেট্রোল ডিজেলের বর্ধিত দামে আমজনতাকে বড়সড় স্বস্তি দিয়েছিল কেন্দ্র। পেট্রোল ডিজেলের এক্সাইস ডিউটি কমিয়ে দাম এক লপ্তে ৫ ও ১০ টাকা কমিয়েছিল সরকার। তার জেরে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারসহ বেশকিছু রাজ্যও ভ্যাট কমিয়ে তেলের দাম আরও কিছুটা কমায়। তারপর থেকে বেশ কয়েকমাস আর বাড়েনি জ্বালানির দাম। 

একটি SMS-এর মাধ্যমে জানা যায় নিজের শহরের পেট্রোল-ডিজেলের দাম। এর জন্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের নিজের শহরের আরএসপি কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস করতে হবে। নিজের শহরের RSP কোড জানার জন্য গ্রাহকরা এখানে ক্লিক করুন। 

মূলত, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওপরে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। আর সেটিই প্রতিদিন সকালে আপডেট করা হয়। তেল সংস্থাগুলি প্রতিদিন বাজার সমীক্ষার পর তেলের দাম ধার্য করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রতিদিন সকালে বিভিন্ন শহরের তেলের দামের তথ্য আপডেট করে। 

Advertisement

বেড়েছে রান্নার গ্যাসের দামও
শুধু পেট্রোল ডিজেল নয়, বেড়েছে রাস্নার গ্যাসের দামও। অয়ের মার্কেটিং সংস্থাগুলি একলাফে ১৪.২ কিলোর এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে। যার জেরে দেশের বেশিরভাগ প্রধান শহরে সিলিন্ডারের দাম প্রায় হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর বিহারের রাজাধানী পটনায় হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। 

আরও পড়ুনছিল ১১০ কেজি, ৪০ কেজি ঝরিয়ে এখন বডিবিল্ডার মহিলা


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement