Advertisement

কয়েক কোটি PF অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুখবর! দীপাবলির আগেই হয়তো বড় ঘোষণা

কোটি কোটি প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টধারীদের জন্য খুশির খবর! দীপাবলির আগেই পেতে পারেন আকর্ষণীয় উপহার! এমনই প্রস্তুতি নিচ্ছে EPFO। দীপাবলির আগেই ২০২০-২১ অর্থবছরের জন্য সুদ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীপাবলির আগেও সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবে। EPFO-র কেন্দ্রীয় বোর্ড সুদের হার অর্থ মন্ত্রকের কাছে অনুমোদন চেয়েছে এবং আশা করা হচ্ছে যে মন্ত্রকও শীঘ্রই এর অনুমোদন দেবে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Sep 2021,
  • अपडेटेड 9:00 AM IST
  • কোটি কোটি PF অ্যাকাউন্টধারীদের জন্য খুশির খবর
  • দীপাবলির আগেই ২০২০-২১ অর্থবছরের জন্য সুদ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে
  • দীপাবলির আগেও সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবে

কোটি কোটি প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টধারীদের জন্য খুশির খবর! দীপাবলির আগেই পেতে পারেন আকর্ষণীয় উপহার! এমনই প্রস্তুতি নিচ্ছে EPFO। দীপাবলির আগেই ২০২০-২১ অর্থবছরের জন্য সুদ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীপাবলির আগেও সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবে। EPFO-র কেন্দ্রীয় বোর্ড সুদের হার অর্থ মন্ত্রকের কাছে অনুমোদন চেয়েছে এবং আশা করা হচ্ছে যে মন্ত্রকও শীঘ্রই এর অনুমোদন দেবে।

গত বছরের আয়

চলতি বছরের মার্চ মাসে EPFO-র কেন্দ্রীয় বোর্ড ২০২০-২১ অর্থবছরে ৮.৫% সুদের হার ঘোষণা করেছিল। গত আর্থিক বছরে, EPFO থেকে ৭০, ৩০০ কোটি টাকা উপার্জন করেছিল। এর মধ্যে ইকুইটি বিনিয়োগের বিক্রি করা ৪,০০০ কোটি টাকাও আছে।

অর্থ মন্ত্রকের অনুমোদন চাওয়া হয়েছে

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, লাইভ মিন্ট জানিয়েছে, EPFO ২০২০-২১ অর্থবছরে.৮.৫ শতাংশ সুদের হারে অর্থ প্রদানের অনুমোদন চেয়েছে। সুদের সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত বিষয় বিবেচনা করা হয়। ৮.৫ শতাংশ হারে সুদ দিতে সক্ষম EPFO।

আরও একজন কর্মকর্তা জানান, অর্থ মন্ত্রক থেকে অনুমোদন নেওয়া একটি  প্রোটোকলের অংশ মাত্র। ইপিএফও মন্ত্রকের অনুমোদন ছাড়া সুদ দিতে পারে না। ইপিএফও আশাবাদী যে অর্থ মন্ত্রণালয়ও বোর্ডের সিদ্ধান্তকে অনুমোদন দেবে।

দীপাবলি উৎসবের কথা মাথায় রেখেই EPFO-র এই সিদ্ধান্ত।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement