Advertisement

PM Kisan-এর ১৪তম কিস্তির টাকা কবে; কীভাবে দেখবেন সুবিধাভোগীদের তালিকা?

PM Kisan: পিএম কিষাণ প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা স্থানান্তরিত হয়। এই মাসেই কি আপনার অ্যাকাউন্টে ১৪তম কিস্তির টাকা আসতে চলেছে? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

পিএম কিষাণ প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা স্থানান্তরিত হয়।
Aajtak Bangla
  • ,
  • 01 Jun 2023,
  • अपडेटेड 5:04 PM IST
  • পিএম কিষাণ প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা স্থানান্তরিত হয়।
  • এই মাসেই কি আপনার অ্যাকাউন্টে ১৪তম কিস্তির টাকা আসতে চলেছে?

PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi) ১৪তম কিস্তির জন্য অপেক্ষারত কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর! আপনি যদি এই সরকারি স্কিমের জন্য আবেদন করে থাকেন, তাহলে এই মাসেই কি আপনার অ্যাকাউন্টে ১৪তম কিস্তির টাকা আসতে চলেছে? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

প্রতি বছর তিন কিস্তিতে পিএম কিষাণ প্রকল্পের ৬০০০ টাকা কৃষকদের দেওয়া হয়। গত অর্থবছরের শেষ কিস্তির টাকা কৃষকরা ফেব্রুয়ারি মাসে পেয়েছেন। এখন পিএম কিষাণ প্রকল্পের ১৪তম কিস্তির অপেক্ষায় কৃষকরা। ১৩তম কিস্তির সময়, সরকার ৮ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৬,৮০০ কোটি টাকা দিয়েছিল। এখন প্রতিটি কৃষক জানতে চেষ্টা করছেন ১৪তম কিস্তির টাকা কখন কৃষকদের অ্যাকাউন্টে আসবে।

PM Kisan-এর ১৮তম কিস্তির টাকা কবে জমা পড়বে?
সূত্রের খবর, জুনের মাঝামাঝি সময়ে (১৫-১৬ তারিখ নাগাদ) কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi) টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বাদশ কিস্তির টাকা ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে জমা পড়েছিল। এবার ১৪তম কিস্তির টাকা প্রায় ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। কেন্দ্র সরকার যোগ্য কৃষকদের জন্য ই-কেওয়াইসি ক্যাম্প করে পিএম কিষাণ প্রকল্পটি সম্পূর্ণ করছে।

আরও পড়ুন: কীভাবে-কোথায় পাবেন ৭৫ টাকার কয়েন? জেনে নিন

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা কারা পাবেন?
•    কৃষকের জমি যে প্রকৃতপক্ষে তারই সেটা জানাতে হবে।
•    কৃষককে অবশ্যই পিএম কিষাণ পোর্টালে তার ই-কেওয়াইসি করে নিতে হবে।
•    কৃষকের আধারের সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে।
•    কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি NPCI-এর সঙ্গেও লিঙ্ক করা থাকতে হবে৷

কীভাবে সুবিধাভোগীদের তালিকা পরীক্ষা করবেন?
•    প্রথমে PM কিষানের পোর্টালে যান।
•    এখানে 'প্রাক্তন কর্নার'-এর অধীনে 'বেনিফিশিয়ারি লিস্ট'-এ ক্লিক করুন।
•    এখন রাজ্য, জেলা, তহসিল, ব্লক, গ্রাম নির্বাচন করুন।
•    রিপোর্ট পেতে ট্যাবে ক্লিক করুন।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement