Advertisement

PM Kisan 13th installment: পিএম কিষাণের টাকা ঢুকবে এই দিনই, বিশাল ঘোষণা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

আপনিও যদি এই স্কিমের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাহলে PM Kisan Yojana (PM Kisan Yojana New List) এর নতুন তালিকায় আপনার নাম দেখতে পারেন।

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Feb 2023,
  • अपडेटेड 11:29 AM IST
  • পিএম কিষাণের ৪ বছর পূর্তি ২৪ তারিখ
  • শেষবার অক্টোবরে টাকা পেয়েছেন কৃষকরা

দেশের কয়েক কোটি কৃষক ভাইদের সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। হোলির আগেই আসছে এই সুখবর। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ১৩তম কিস্তির টাকা ঢোকার দিন জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar) পিএম কিষাণের ৪ বছর পূর্তি উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে একটা টুইট করেছেন। সেই টুইটেই তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আগামী ২৭ ফেব্রুয়ারি পিএম কিষাণের ১৩তম কিস্তির (PM Kisan 13th installment) টাকা দেওয়ার সূচনা করবেন।

এখনও পর্যন্ত সরকার ১২টি কিস্তির টাকা দিয়েছে। শেষবার অক্টোবরে টাকা পেয়েছেন কৃষকরা। আপনিও যদি এই স্কিমের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাহলে PM Kisan Yojana (PM Kisan Yojana New List) এর নতুন তালিকায় আপনার নাম দেখতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পোর্টালে যোগ্য কৃষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি যদি এটি পরীক্ষা করতে চান তবে আপনাকে পোর্টালে যেতে হবে। এখানে আপনি শুধুমাত্র আপনার নামই চেক করতে পারবেন না, আপনি আশপাশের এবং পুরো গ্রামের মানুষের নামও পরীক্ষা করতে পারবেন।

আরও পড়ুন: Medhashree Scholarship Apply Online: পড়ুয়াদের ৮০০ টাকা করে স্কলারশিপ দিচ্ছে রাজ্য, 'মেধাশ্রী'তে আবেদন শুরু, রইল প্রক্রিয়া

কীভাবে চেক (PM Kisan Status) করবেন?

  • প্রথমে আপনাকে PM কিষাণ যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে।
  • তারপর Farmer Corner এ ক্লিক করুন। এখানে সুবিধাভোগী তালিকায় আপনার নাম পরীক্ষা করুন।
  • আপনাকে ই-কেওয়াইসি, যোগ্যতা এবং ল্যান্ড সাইডিংয়ের সামনে 'YES' বা 'NO' লেখা আছে কি না তা পরীক্ষা করতে হবে।
  • সবগুলির স্ট্যাটাসের (PM Kisan Status) পাশে যদি 'YES' লেখা থাকে, তাহলে বুঝবেন ১৩তম কিস্তি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
  • অন্যদিকে, যদি এইগুলির কোনওটিতে 'NO' লেখা থাকে তবে আপনার কিস্তি বন্ধ হয়ে যেতে পারে।

কৃষকদের এই হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করা উচিত

Advertisement

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৩তম কিস্তির বিষয়ে কৃষকরা অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি PM কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092-এ যোগাযোগ করতে পারেন। এখানে কৃষকদের সব সমস্যার সমাধান করা হয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement