Ration Card Aadhar Link Process: আপনার যদি রেশন কার্ড থাকে এবং আপনি বিনামূল্যে রেশনে চাল ও গম পান, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। না হলে ১ জুলাই থেকে রেশন পাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি এখনও রেশন কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) না করে থাকেন, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। শুধু তাই নয়, আপনার রেশন কার্ড বাতিলের প্রক্রিয়াও শুরু হবে। আপনি যদি চলতি বছরের ৩০ জুনের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করেন, তবে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে।
আপনি যদি ১ জুলাইয়ের আগে আপনার রেশন কার্ড এবং আধার লিঙ্ক না করেন, তাহলে রেশন ডিলারের কাছ থেকে গম এবং চাল পাওয়া বন্ধ হয়ে যাবে। রেশন কার্ড বাতিলের কারণে বড় সমস্যায় পড়তে হতে পারে।
আরও পড়ুন: West Bengal Ration Card Benefits In May: মে মাসে কোন রেশন কার্ডে কত চাল-গম, ফ্রি-তে কী কী মিলবে?
অফলাইনে কীভাবে লিঙ্ক করবেন?
অনলাইন লিঙ্ক করবেন যেভাবে
এছাড়াও, 'খাদ্যাসাথী- আমার রেশন' মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আপনি বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। অথবা নীচে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করেও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে।