Advertisement

Madhyamik Class 10 Results Break Learning Method: 'ব্রেক লার্নিং মেথড'-এ পড়ে মাধ্যমিকে প্রথম, কী রকম এই প্রক্রিয়া? জানুন

Break Learning Method: এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দশম শ্রেণির পরীক্ষা ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হল কীভাবে চন্দ্রচূড়? এই প্রসঙ্গে মাধ্যমিকের ফার্স্টবয় জানিয়েছে, সে ব্রেক লার্নিং মেথডে পড়াশোনা করেছে। আর তাতেই সাফল্য এসেছে। কী এই ব্রেক লার্নিং মেথড?

ব্রেক লার্নিং মেথড কী জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2024,
  • अपडेटेड 11:02 AM IST
  • এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন।
  • ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩।
  • কী এই ব্রেক লার্নিং মেথড?

Break Learning Method: বৃহস্পতিবার প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দশম শ্রেণির পরীক্ষা ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হল কীভাবে চন্দ্রচূড়? এই প্রসঙ্গে মাধ্যমিকের ফার্স্টবয় জানিয়েছে, সে ব্রেক লার্নিং মেথডে পড়াশোনা করেছে। আর তাতেই সাফল্য এসেছে। কী এই ব্রেক লার্নিং মেথড (Break Learning Method)?

ব্রেক লার্নিং মেথড কাকে বলে?
 পড়াশোনা করার অন্যতম একটি পদ্ধতি এটি। একটানা পড়লে একঘেঁয়ে লাগতে পারে। তাছাড়া পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছুক্ষণ পড়ার পর যদি ৫-১০ মিনিটের ব্রেক নেওয়া যায়। তাহলে মন ভাল থাকে এবং পড়াও ভাল হয়। অর্থাৎ, একটানা না পড়ে পড়ার মাঝে কিছুটা বিরতি নেওয়া। 

চন্দ্রচূড় এই পদ্ধতিতে পড়াশোনা করেই মাধ্যমিকে প্রথম হয়েছে চন্দ্রচূড়। এই প্রসঙ্গে তার বক্তব্য, 'আমি ব্রেক লার্নিং মেথডে পড়েছি। প্রতি ৪০ মিনিটের পর ৫ মিনিট ব্রেক দিয়েছি। এতেই সাফল্য এসেছে। মুখস্থ করলে চলবে না। বিষয়টা বুঝে পড়তে হবে। টেক্সট বই, সহায়িকা পড়েছি। লিখে লিখে অভ্যাস করতে হবে। জ্ঞানপিপাসা বাড়াতে হবে। স্কুলের শিক্ষকদের পাশাপাশি গৃহশিক্ষকদেরও অবদান রয়েছে। ' তবে প্রতি ১ ঘণ্টার পরও ব্রেক নিতে পারে পড়ুয়ারা। সময়টা যে যার মতো করে মেনে চলবে। 

পড়াশোনার বাইরেও আবৃত্তি শিখত চন্দ্রচূড়। এছাড়া গল্প লেখা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশ নিত সে। তার কথায়, 'এগুলো কখনও অতিরিক্ত মনে হয়নি। যখন ইচ্ছে হত পড়তাম।'

রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে আজতক বাংলায় এভাবে দেখুন মাধ্যমিকের ফলাফল-

এই লিঙ্কে ক্লিক করুন- https://bangla.aajtak.in/board-exam-results/wbbse-west-bengal-board-10th-result

অনলাইনে কীভাবে মাধ্যমিকের ফল দেখবেন?

Advertisement

পৌনে ১০টা থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবে bangla.aajtak.in-এ। ক্লিক করুন এখানে। এছাড়াও রেজাল্ট দেখা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in -এ। এ ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজ়োল্ট। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে সকাল ১০টা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে, যাতে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে যায়।  মাধ্যমিকের রেজাল্ট bangla.aajtak.in-এ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন bangla.aajtak.in-এ। রোলনম্বর দিলেই পেয়ে যাবেন মার্কশিট। এখানে ক্লিক করতে হবে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement