Advertisement

ভাইরাল

১৯ বছর বয়সে ২.৫ কোটি টাকা স্কলারশিপ, ৪ বছরের জন্য আমেরিকা পাড়ি এই মেধাবী ছেলের

Aajtak Bangla
  • 15 Dec 2020,
  • Updated 5:14 PM IST
  • 1/5

হৃতিক রাজ নামে এক ১৯ বছর বয়সী পড়ুয়া এমন আশ্চর্যজনক কাজ করেছেন যা সবাইকে গর্বিত করেছে। তাঁর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ দেখে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় রাজকে আড়াই কোটি টাকা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। (পাটনা থেকে সুজিত গুপ্তর রিপোর্ট)

  • 2/5

বিশ্বে, ভারতের নাম উজ্জ্বল করেছে হৃতিক রাজ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জিটাউন বিশ্ববিদ্যালয় এই বৃত্তি দিয়েছে।

  • 3/5

পাটনার বাসিন্দা হৃত্বিক রাজ রেডিয়েন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং অরূপ স্কলারশিপ নামে ওয়াশিংটন ডিসির জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে আড়াই কোটি টাকার বৃত্তি পেয়েছে

  • 4/5

বছর ১৯-এর হৃত্বিক রাজ, পাটনা শহরের গোলা রোডে থাকে এবং পাটনা জেলার মখদুমপুর গ্রামের বাসিন্দা। 

  • 5/5

ওয়াশিংটনের ডিসি জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং জীবনযাপনের পুরো ৪ বছর লাগবে। আজ তাকের সঙ্গে আলাপচারিতায় হৃত্বিক ও তার বাবা এখানে পৌঁছানোর লড়াইয়ের পেছনের গল্প শেয়ার করেছেন।

Advertisement
Advertisement