Advertisement

ভাইরাল

Tomato Facts: টমেটো তো খান, কিন্তু এর বাংলা নাম জানেন? ৯৯% লোকই জানেন না

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2025,
  • Updated 6:56 PM IST
  • 1/10

টমেটোর একটি খুব মজাদার বাংলা নাম আছে। সেটা অনেকেই ভুলে গিয়েছেন।

  • 2/10

টমেটো ভারতবর্ষে এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। ১৬শ শতকে পর্তুগিজরা প্রথম এই সবজি ভারতে নিয়ে আসে।

  • 3/10

 

শুরুর দিকে টমেটোকে বিষাক্ত ভেবে খাওয়া হত না। তবে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ে।

  • 4/10

আকৃতিতে ছোট ও গোল হওয়ায় এটি বেগুনের সঙ্গে কিছুটা মিল খুঁজে পায় মানুষ। সেখান থেকেই 'বেগুন' নামের সংযোগ।

  • 5/10

আজ টমেটো ছাড়া রান্না কল্পনাই করা যায় না। টক, মিষ্টি, ঝাল – সব ধরনের পদেই টমেটো অপরিহার্য। অপরিহার্য

  • 6/10

ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো স্বাস্থ্যকর সবজির তালিকায় একেবারে উপরের দিকে।

  • 7/10

অনেকেই ভাবেন, টমেটো সবজি। কিন্তু আসলে এটি একটি ফল। এটি একটি ফল।

  • 8/10

টমেটোর আদি নাম ছিল 'পমডোরো', যার অর্থ 'সোনালী আপেল'। ইউরোপে প্রথম এই নামেই পরিচিত ছিল। 'সোনালী আপেল'।

  • 9/10

বাংলার কিছু অঞ্চলে এখনও টমেটোকে 'বিলিতি বেগুন' বলেই ডাকা হয়। 'বিলিতি বেগুন'।

  • 10/10

টমেটোর আদি নাম ছিল 'পমডোরো', যার অর্থ 'সোনালী আপেল'। ইউরোপে প্রথম এই নামেই পরিচিত ছিল। 'সোনালী আপেল'

Advertisement
Advertisement