উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ কাটতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি ও শিলিগুড়ির একাধিক জায়গা থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
মঙ্গলবার সকালে শিলিগুড়ি ও জলপাইগুড়ির আকাশ ছিল ঝকঝকে। ফলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য চোখে পড়ে।
স্বাভাবিকভাবেই ঘর থেকে বেরিয়ে এসে সেই ছবি তুলতে ভিড় জমে যায় বিভিন্ন এলাকায়।
সেই সব ছবি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। পর্বতের এমন রূপ দেখে মুগ্ধ পর্যটকরা।
জলপাইগুড়ি শহরের করলা সেতু, তিস্তা পার, স্পোর্টস কমপ্লেক্স, রেলস্টেশন থেকে একেবারে স্পষ্টভাবে দেখা যায় সেই বরফ ঢাকা পাহাড় শৃঙ্গ।
এই বছর সেপ্টেম্বর মাসের প্রথম দিন একইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিল উত্তরবঙ্গ। তারপর ফের আজ।
কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য উপভোগ করতে ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমায় বহুমানুষ।
কাঞ্চনজঙ্ঘা পর্বতের এমন দৃশ্যকে বলা হয় 'ঘুমন্ত বুদ্ধ'। কারণ, শৃঙ্গগুলো এমনভাবে দেখা যায় যেন মনে হয়, গৌতম বুদ্ধ শুয়ে আছেন বা হেলান দিয়ে আছেন। সেই 'ঘুমন্ত বুদ্ধ'-কে দেখে আপ্লুত পর্যটকরা।