লকডাউনের জেরে কাজ হারিয়েছেন এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। প্রচুর লোক কাজ হারিয়েছেন করোনা মহামারির জেরে। ঠিক এই সময়ে গুজরাতের বনসকন্ঠা জেলায় এক ভদ্রমহিলা কার্যত একটা রেকর্ড করলেন।
৬২ বছর বয়স্কা এক মহিলা পশুপালন ও দুধ বিক্রিতে কার্যত রেকর্ড গড়েছেন। ২০২০ সালে তিনি প্রায় ১ কোটি ১০ লাখ টাকার দুধ বিক্রি করেছেন।
গুজরাতের বনসকন্ঠা এলাকায় ওই মহিলার সুনাম রয়েছে। কম খরচে তিনি পশুপালন করতেন। এখন তাঁর কাছে ৮০টি মহিষ ও ৪৫টি গুর রয়েছে। প্রতিদিন এখান থেকে প্রায় ১ হাজার লিটার দুধ পাওয়া যায়।
জানা গিয়েছে, ওই মহিলা প্রতি মাসে দুধ বিক্রি করে ৩ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। গ্রামে তাঁর নিজস্ব ডেয়ারি রয়েছে। প্রায় ১১ জন কর্মচারী রয়েছে তার। ওই মহিলার ৪ সন্তান রয়েছে। ২০১৯ সালে ওই মহিলা ৮৭.৯৫ লাখ টাকার দুধ বিক্রি করেছিলেন।
নিজের এই আত্মনির্ভর কাজের জন্য নবলাবেন বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে তিনি ২টি লক্ষ্মী পুরস্কার ও ৩টি পাদরি পুরস্কারও পেয়েছেন।