মাছ ধরতে গিয়ে যে মর্মান্তিকভাবে ছেলের প্রাণ খোয়াতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি ইন্দোনেশিয়ার এক পরিবার। কিন্তু নিয়তির টানে এমনটাই হল। ২৬ ফুট দীর্ঘ কুমিরের পেটে চলে গেল ৮ বছরের শিশু।
সংবাদমাধ্যম দ্য সান-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওই মৃত শিশুর নাম ডিমাস মুলকান সাপুত্রা। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন ডিমাস। আর সেখানেই ঘটে অঘটন।
মাছ ধরায় যখন ব্যস্ত ছিল শিশুটি সেই সময় হঠাৎই জল থেকে শিশুটির দিকে ঝাঁপিয়ে পড়ে। কোনও সুযোগ দেওয়ার আগেই করাল দাঁতে কামড় দিয়ে শিশুটিকে নিয়ে চলে যায়।
যদিও এই দৃশ্য দেখে দেরি করেননি বাবা। কুমিড়টিকে ধাওয়া করে, ঘুসি মেরে শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু আচমকা আঘাতে আর বাঁচাতে পারেননি নিজের সন্তানকে।
এই ঘটনার পরদিনই ওই কুমিরটিকে ধরা হয়। পেটের ভিতর থেকে উদ্ধার হয় ওই শিশুর দেহ। কিছুদিন আগেও ইন্দোনেশিয়ায় এমন ঘটনা ঘটেছিল।