সাপ দেখলে কমবেশি প্রায় সকলেই ভয় পান। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। তারমধ্যে এমন কিছু কিছু প্রজাতির সাপ রয়েছে যাদের দেখতেও বেশ সুন্দর। এমন কিছু কিছু প্রজাতির সাপ রয়েছে যাদের দেখতে এতটাই সুন্দর যে তেমনটা অন্য কোনও প্রাণীর মধ্যে পাওয়া যায় না।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি লাল রঙের গোলাপের ওপর বসে রয়েছে একটি নীল রঙের সাপ। সেটি যতটা বিষধর, দেখতেও ততটাই সুন্দর।
ট্যুইটার ইউজার gunnrosesgirl3 এই ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি লাল রঙের গোলাপে বসে রয়েছে বিরল প্রজাতির সাপ ব্লু পিট ভাইপার (Blue Pit Viper)। লাল ও নীল রঙের এই দৃশ্য ভিডিওটিক খুবই আকর্ষনীয় করে তুলেছে, যা দেখে মানুষ আনন্দও পাচ্ছেন।
প্রসঙ্গত, ব্লু পিট ভাইপার সাপ অত্যন্ত বিষধর। এই প্রজাতির সাপ মূলত ইন্দোনেশিয়ার কম সুন্দা দ্বীপের পাওয়া যায়। এই প্রজাতির মধ্যেও নীল রঙের সাপ অত্যন্ত বিরল।
অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় এই প্রজাতির সাপের বিষয়ে বেশকিছু তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, "এই সাপকে দেখা যাবে, কিন্তু ছোঁয়া যাবে না। কারণ এই প্রজাতির সাপ খুবই হিংস্র প্রকৃতির হয়।"