Advertisement

ভাইরাল

এক মণ্ডপে দুই বান্ধবীকে বিয়ে! কোন মন্ত্রে যুবক করলেন অসাধ্য সাধন?

Aajtak Bangla
  • 08 Jan 2021,
  • Updated 4:37 PM IST
  • 1/6

অতীতে রাজা-মহারাজাদের একই সঙ্গে দুই বিয়ে করার কথা গল্পের বইতে বা রূপকথার গল্পে বহু বার শোনা গিয়েছে। কিন্তু বর্তমান সমাজে একই সঙ্গে একই দিনে একই সময়ে দু’টি বিয়ে করা কি সম্ভব? এবার ঘটলো অন্যরকম এক ঘটনা। ভালোবেসে কেই কষ্ট পাক এটা নাকি তিনি চাইনি। তাইতো এক সঙ্গে দুই বান্ধবীকেই বিয়ে করলেন এক যুবক।

  • 2/6

ভালবাসেন দু’জনকেই। তাই কাউকেই দুঃখ দিতে মন সায় দিচ্ছিল না। কী আর করার? একইসঙ্গে দুই বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক যুবক। অবশ্য প্রেমিকের এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও।
 

  • 3/6

ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তার জেলার এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ একসঙ্গে দু’‌জনকে বিয়ে করার ঘটনা আগে কেউ দেখেনি। জানুয়ারি মাসের ৫ তারিখ এই বিয়ে হয়েছে। চান্দু মৌর্যের বিয়ে এখন নেটদুনিয়ায় জোর চর্চা হয়ে দাঁড়িয়েছে।
 

  • 4/6

জানা গিয়েছে, ২৪ বছরের এই চান্দু মৌর্য বস্তার জেলার ভাগ–চাষি এবং শ্রমিকের কাজ করেন। সে ইলেক্ট্রিকের কাজ করতে গিয়েছিল টোকাপাল এলাকায়। সেখানে ২১ বছরের সুন্দরী কাশ্যপকে দেখে তার ভাল লেগে যায় এবং প্রেমে পড়ে যায়। তারপর চলে ফোনে কথা ও যোগাযোগ। এরপর নিজের গ্রাম টিকরালঙ্গাতে একটি বিয়ে বাড়িতে যায় চান্দু। সেখানে পরিচয় হয় হাসিনা বাঘেলের সঙ্গে। তাঁকেও ভালবেসে ফেলে  চান্দু। 

  • 5/6

তবে কোনওকিছু লুকোয়নি চান্দু। হাসিনাকে জানায় আরও একজনকে সে ভালবাসে। এইবার দুই যুবতীর পরিচয় করিয়ে দেয় চান্দু। আর দু’‌জনকেই সে ভালবাসে বলে জানিয়ে দেয়। কাউকেই সে ছাড়তে পারবে না বলে জানায়। আর দু’‌জনকেই বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয়। তারপর একসঙ্গে একই বাড়িতে তাঁরা থাকতে শুরু করে দেয়। এভাবে একবছর চলার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিয়ে করেন। তবে বিয়ের পর হাসিনা ও সুন্দরী খুশি আছেন বলেই জানিয়েছেন।
 

  • 6/6

জানা যাচ্ছে  চান্দুর বিয়েছে ৫০০ লোক আমন্ত্রিত হয়েছিল। কার্ডে পাত্রীর নামের জায়গায় ছিল দু'জনের নাম। দুই মেয়ের পরিবার এই বিয়েতে অংশ নিয়েছিলেন।  

Advertisement
Advertisement