Advertisement

ভাইরাল

জন্মদিনের পার্টিতে কুমিরের হামলা, মুখের মধ্যে চলে গেল মহিলার হাত, তারপর...

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Aug 2021,
  • Updated 7:56 AM IST
  • 1/8

হ্যান্ডলারের ওপরেই আক্রমণ কুমিরের। উটার সল্টলেক সিটির ঘটনা। জানা গিয়েছে, সেখানে স্কেল্স এন্ড টেল্সে একটি শিশুর জন্মদিনের পার্টি চলছিল। সেই পার্টিতে অতিথিদের সামনেই কুমিরটি মহিলা হ্যান্ডলারের হাত মুখের মধ্যে ঢুকিয়ে নেন কুমিরটি। ঘটনাটি দেখে আঁতকে ওঠেন অতিথিরা। ভয়ে কেঁদে ফেলে একটি শিশু। 
 

  • 2/8

শিশুটিকে কাঁদতে দেখে হ্যান্ডলার বলেন, কুমিরটি তাঁকে ভালবাসে। তাঁর কিচ্ছু হবে না। এদিকে ঘটনাটি দেখা মাত্র ডনি ওয়াইসম্যান নামে এক অতিথি জলে ঝঁপিয়ে কুমিরটির পিঠে উঠে পড়েন। যার জেরে হ্যান্ডলারের হাত ছেড়ে দেয় কুমিরটি। 

  • 3/8

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। তবে ওই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানান হচ্ছে। 

  • 4/8

তবে হ্যান্ডলারকে হাতে একটা অস্ত্রোপচার করাতে হয়েছে। তিনি জানান, যতদিন সেটি তাঁদের পরচর্যায় রয়েছে ততদিন কারও কোনও ক্ষতি হবে না। 
 

  • 5/8

উটার স্থানীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই হ্যান্ডলার ৩ বছরেরও বেশি সময় ধরে কুমিরটির সঙ্গে কাজ করছেন। কুমিরটিকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। (প্রতীকী ছবি)
 

  • 6/8

হ্যান্ডলার জানান, তিনি কুমিরটিকে ভালবাসেন এবং সেটি তাঁর পরিবারের সদস্যের মতোই থাকে। (প্রতীকী ছবি)

  • 7/8

তিনি জানাচ্ছেন, কুমিরটি ভেবেছিল তাকে খাবার দেওয়া হচ্ছে, তাই সেটি ওইরকম করেছিল। কিন্তু তখন তাকে খাবার দেওয়া হচ্ছি না। (প্রতীকী ছবি)
 

  • 8/8

স্কেল্স এন্ড টেল্সের মালিক জানাচ্ছেন, কুমিরটি হ্যান্ডলারের হাতের ক্ষতি করেনি। তিনি আরও জানাচ্ছেন, সেটি একটি খারাপ দিন ছিল, যা কেটে গিয়েছে। অন্যদিকে প্রাণী অধিকার সংস্থা পেটা এই ধরনের কাজকর্ম বন্ধ করার আবেদন জানিয়েছে। (প্রতীকী ছবি)
 

Advertisement
Advertisement