Advertisement

ভাইরাল

কবর থেকে সারমেয়দের ডাক, কাছে যেতেই চক্ষু চড়কগাছ

Aajtak Bangla
  • কর্ণাটক,
  • 12 Sep 2021,
  • Updated 9:08 AM IST
  • 1/8

কবর থেকে শোনা গেল সারমেয়র ডাক। যা শুনে তীব্র চাঞ্চল্য ছড়াল কর্ণাটকের রঙ্গনাথপুরা এলাকায়। লোকজন কাছে গিয়ে দেখেন, ১৫ ফুট গর্তে ১৫০-র বেশি সারমেয়কে কবর দেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকটি তখনও বেঁচে। ঘটনাটি দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। 
 

  • 2/8

জানা যাচ্ছে, শিবমোগা অ্যানিম্যাল রেসকিউ ক্লাবের সদস্যদের ঘটনাস্থথলে পৌঁছনোর আগেই সারমেয়দের ডাক শুনতে পান স্থানীয়রা। এরপর ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পশু চিকিৎসক ও পুলিশের সাহায্যে মৃত সারমেয়দের দেহগুলি উদ্ধার করে। 

  • 3/8

শিবমোগা অ্যানিম্যাল রেসকিউ ক্লাবের সদস্য লক্ষ্মীপ্রসাদ জানান, একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরীক্ষা করছে এবং সেই রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হবে। অভিযোগ, সারমেয়গুলিকে কবর দেওয়ার আগে বিষ দেওয়া হয়েছি। যদিও তারপরেও কয়েকটি সারমেয় বেঁচে যায়। ঘটনায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

  • 4/8

যদিও সচিব বি মঞ্জুনাথ বলেন, পঞ্চায়েতের তরফে সারমেয়দের ধরা বা হত্যার নির্দেশ দেওয়া হয়নি। এক্ষেত্রে পঞ্চায়েত আধিকারিকরা পুলিশের তদন্তে সহায়তা করবে বলেও জানান তিনি। 

  • 5/8

জানা গিয়েছে, হাসান গ্রামে ৩৮টি বানরকে হত্যার কয়েক সপ্তাহ পরেই ঘটেছে এই ঘটনা। জলুইয়ারে শেষের দিকে দেহগুলি উদ্ধারের পর  হত্যার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। 
 

  • 6/8

রিপোর্ট অনুযায়ী এক দম্পতিকে ওই বানরগুলিকে ধরে অন্যত্র নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। বানরগুলিকে হত্যার উদ্দেশ্য ছি

  • 7/8

এই বিষয়ে এক বনাধিকারিক জানান, গ্রামের বাসিন্দারা বিগত কয়েকদিন মাস ধরে বানরদের থেকে বিপদের সম্মুখীন হচ্ছিলেন। 
 

  • 8/8

বানরদের আক্রমণে বড়সড় ক্ষতি হচ্ছিল বলেও জানান গ্রামবাসীরা। 

Advertisement
Advertisement