ভুল তো ভুলই হয়। কিন্তু তার জন্য এত বড় খেসারত দিতে হবে স্বপ্নেও ভাবেননি ইংল্যান্ডের এক তরুণী। জ্যাকপটের ১৮০০ কোটি টাকা সামান্য ভুলে হাতছাড়া হল তাঁর।
হার্টফোর্ডশ্যায়ারের বাসিন্দা ব্রাইটন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া র্যাচেল কেনেডির জীবনে ঘটল এমনই এক পরিণতির। লটারি জিতেও হাতে পেলেন না সেই টাকা। ভুল একটাই- এই সপ্তাহের জন্য যে টিকিট কেনার কথা ছিল তাঁর, তা কেনেনি তিনি।
র্যাচেল জানান, বিশ্ববিদ্যালয়ের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি যে সাপ্তাহিক লটারি কেনার কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। হঠাৎই তাঁর সে কথা মনে পড়ে। র্যাচেলের প্রেমিক লিয়াম সে কথা শেয়ার করেছেন টুইটারে।
ছবিতে দেখা যায় গত সপ্তাহে র্যাচেল যে টিকিটটি কেটেছিলেন সেই একই নাম্বার এই সপ্তাহের জ্যাকপট হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ র্যাচেল যিদি টিকিটটি কিনতেন তবে ওই টাকা তাঁরই হত।
যদিও আপাতত এই ঘটনা ভুলতে চান তরুণী। তিনি বলেন যে পৃথিবীতে যা ঘটে ভালোর জন্যই । হয়ত এই টাকাটা যিনি পেয়েছেন তাঁর প্রয়োজন আমার চেয়েও বেশি ছিল। যদিও আমি ভীষণ আশাগত হয়ে পড়েছি।