Advertisement

ভাইরাল

PHOTOS : সেক্স মিউজিয়ামের ছবি শেয়ার করে বিপাকে মডেল

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Aug 2021,
  • Updated 10:44 AM IST
  • 1/7

অ্যামস্টারডামের সেক্স মিউজিয়ামে তোলা নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে এক মডেল। এবার সেই মডেলকে নিজের দেশ তুরস্কে মামলার সম্মুখিন হচ্ছে হচ্ছে। তুরস্কের অশ্লীলতা আইনে ওই মডেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (সব ছবি - ইনস্টাগ্রাম/tasskinmerve)

  • 2/7

ওই মডেল জানাচ্ছেন, অ্যামস্টারডামের সেক্স মিউজিয়ামে তোলা একবছর আগের ছবি পোস্ট করার জেরে তুরস্কে মামলার সম্মুখিন হতে হচ্ছে তাঁকে। 
 

  • 3/7

ওই মডেলের নাম মর্ভ তাস্কিন। মডেল জানাচ্ছেন, ২০২০ সালে নিজের ২২তম জন্মদিনে কিছু বন্ধুদের নিয়ে ওই সেক্স মিউজিয়ামে গিয়েছিলেন তিনি। সেখানে মূর্তি ও ছবির সামনে বেশকিছু ফটো তোলেন তিনি। তারপর তা ইনস্টাগ্রামে শেয়ার করেন। 

  • 4/7

বিবিসিকে ওই মডেল জানান, তিনি শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্যই পোস্ট করেছিলেন। কিন্তু তুরস্কের আধিকারিকদের তা পছন্দ হয়নি, এবং দেশে ফেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। 
 

  • 5/7

মডেল জানাচ্ছেন, তুরস্কের এই আইন অনুসারে আপত্তিজনক বলে বিবেচিত কোনও কিছু ইন্টারনেটে পোস্ট করা অপরাধ। 
 

  • 6/7

তুরস্কের দণ্ডবিধির ২২৬ অনুচ্ছেদের অনুসারে এই আইনে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
 

  • 7/7

নেদারল্যান্ডসের পারুল সংবাদ পত্রকে ওই মডেল জানিয়েছেন, অ্যামস্টারডামের সেক্স মিউজিয়ামে তোলা একটি ছবি শেরা করার জন্য তিনি জেলে যেতে চান না। 
 

Advertisement
Advertisement