এমন মাছ আগে কখনও কেউ দেখেননি। সম্প্রতি নর্থ ক্যারোলিনায় উদ্ধার হয়েছে বিরল এক মাছ। এই মাছের দাঁতগুলি অনেকটা মানুষের দাঁতের মতো। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায়।
এই মাছটির নাম sheepshead fish। মাছটির মুখের মধ্যে প্রচুর দাঁত আছে। মাছটির মুখের আকৃতি অনেকটা ভেঁড়ার মুখের মতো। তাই জন্য মাছটির নাম sheepshead fish।
অ্যাটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে এই মাছের দেখা মেলে। জানা গিয়েছে, ওই মাছ সর্বভুক প্রাণী।
ছোট গাছ, পোকা, ছোট মাছ, গেরি-গুগলি এসবই সাধারণত এই মাছ খায়। মাছটি লম্বায় সর্বোচ্চ ৩ ফুট হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হচ্ছে এই মাছটির ছবি। অনেকেই মাছটির দাঁতের ছবি দেখে হতবাক হয়ে যাচ্ছেন। আগে কখনও এমন দেখেছে কিনা কেউ, সেটা মনে করতেই পারছেন না।