Advertisement

ভাইরাল

একেই বলে ভাগ্য! এই কুকুরটি রাতারাতি হয়ে গেল ৩৬ কোটি টাকার মালিক

Aajtak Bangla
Aajtak Bangla
  • 13 Feb 2021,
  • Updated 7:57 PM IST
  • 1/5

মৃত্যুর আগে বিল ডোরিস নিজের ইচ্ছাপত্র ঘোষণা করে গিয়েছিলেন তিনি। ট্রাস্টে নিজের সম্পত্তি হস্তন্তরিত করে গিয়েছেন। তাঁর ইচ্ছা ছিল নিজের সম্পত্তি পাবেন তাঁর পোষ্য। আমেরিকার টেনেসি শহরে এমনই ঘটনা ঘটেছে। সেখানকার বাসিন্দা বিল ডোরিস নিজের কুকুর লুলু-কে ৫০ লক্ষ ডলার দিয়ে গিয়েছেন। ভারতীয় অঙ্কে যা প্রায় ৩৬ কোটি টাকা।

  • 2/5

তিনি তাঁর বন্ধুকে মার্থা বর্টনকে এ ব্যাপারে জানিয়ে গিয়েছেন।

  • 3/5

সেখানকার এক চ্যানেলে মার্থা জানিয়েছে, আমি জানি না অপানাদের এ ব্যাপারে বললে কী ভাববেন। কিন্তু তিনি সত্যিই এমনটাই করেছেন।

  • 4/5

তবে এখনও জানা যায়নি তাঁর সম্পত্তির পরিমাণ কত। কিন্তু তাঁর পোষ্য কত পাবেন, তা জানিয়ে দিয়েছেন। তাঁর কাছে প্রচুর সম্পত্তি, জমিজমা রয়েছে।

  • 5/5

তবে লুলু যে অর্থ পেতে চলেছে, তা তার নয়া মালিক নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। তাঁকে নির্দিষ্ট অঙ্ক খরচ করার অনুমতি দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement