এক ব্যক্তিকে মারধর করছে এক যুবতী। প্রকাশ্যে। রাস্তায়। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনা উত্তরপ্রদেশের লখনউয়ের।
প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন যুবতী ওই ক্যাব চালককে ব্যাপক মারধর করছে। কেউ কেউ যুবতীরে এই কর্মকাণ্ডের বিরোধিতা করছেন। তবে যুবতী কারও কথা শুনছেন না।
এই ঘটনায় পুলিশ ৩ যুবকের নামে মামলা দায়ের করে। যুবতীকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু সোশাল মিডিয়ায় যুবতীর কর্মকাণ্ডের প্রতিবাদ হয়। তখনই পুলিশ কার্যত বাধ্য হয়ে যুবতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর, একটি ক্যাবে করে যাচ্ছিল ৩ যুবক। সেই ক্যাবটি ধাক্কা মারে যুবতীকে। তখন সে মেজাজ হারিয়ে ড্রাইভারকে ক্যাব থেকে বের করে মারধর করে।
এদিকে এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজট হয়। যুবতীর অভিযোগ, সেই সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনও ,পদক্ষেপ করেনি।
এদিকে পরে পুলিশ তদন্তে নেমে ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও যুবতীকে ছেড়ে দেয়। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যুবতী কেন আইন নিজের হাতে তুলে নেবে? এই প্রশ্নের মুখে পড়ে পুলিশ যুবতীটির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে।