নিজের প্রেমিকের পরিবর্তে স্পার্ম ডোনারের মাধ্যমে মা হলেন এক যুবতী। ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানান ওই যুবতীর প্রেমিক। তাঁর পোস্ট পড়ে তাঁকে ওই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার পরামর্শও দেন অনেক ইউজার। (সমস্ত ছবি প্রতীকী, সূত্র-গেটি)
নিজের নাম না জানিয়ে সোশ্যাল সাইটে এক যুবক লেখেন, তাঁর প্রেমিকা একজন স্পার্ম ডোনারে সাহায্যে গর্ভবর্তী ও সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছেন।
যুবক বলেন, তাঁরা ১০ বছর ধরে ডেটিং করছেন। কিন্তু গার্লফ্রেন্ডের 'প্রতিশ্রুতি সংক্রান্ত সমস্যা'য় সম্মত না হওয়ার কারণে বিয়ে করেননি। তাঁরা এখন যৌথভাবে একটি শিশুকে বড় করছেন। সেই শিশুর বয়স ৬ বছর হবে। কিন্তু আগামিদিনে কীভাবে তাকে বড় করা হবে তাই নিয়ে উভয়ের মধ্যে টানাপোড়েন চলছে।
যুবক জানান, তিনি এমনটা এই কারণেই করেছেন যাতে শিশুটি আইনিগতভাবে তাঁর কাছেই থাকে এবং প্রেমিকার থেকে তিনি যদি আলাদও হয়ে যান তাহলেও শিশুটিকে রাখা নিয়ে যেন কোনও আইনি জটিলতার সৃষ্টি না হয়।
প্রেমিক আরও লিখেতেন, "শিশুটি জৈবিক ও আইনগতভাবে একা। আমি প্রথম দিন থেকেই শিশুটির দেখভাল করছি। শীঘ্রই সে ৬ বছরের হবে। আমরা দুজনেই সারাদিন কাজ করি ও সমস্ত খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিই। তা সত্ত্বেও তার ওপর আমার কোনও অধিকার নেই।"
প্রেমিকার সঙ্গে সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে যুবক বলেন, "সমস্যা হল শিশুটি যত বড় হচ্ছে, আমি তার প্রতি আরও বেশি সুরক্ষাপ্রবণ হয়ে উঠছি যা আমার বান্ধবী পছন্দ করে না, এবং সে তাকে নিজের মতো করে বড় করতে চায়।"
যুবক জানাচ্ছে, "শিশুটির জন্মের আগে যেমন কথা হয়েছিল, সেই অনুযায়ী আমি যেটাই করার চেষ্টা করি সে করতে দেয় না।"
প্রেমিক বলেন, "আমরা পেরেন্টিং ক্লাস করেছি, বই পড়েছি, কর্মশালায় যোগ দিয়েছি। কিন্তু সবই বৃথা।" যুবকের গোটা বিষয়টি জানার পর সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই তাঁকে এই সম্পর্ক শেষ করার পরামর্শ দেন।