Advertisement

ভাইরাল

Corpse Flower: গন্ধ পচা মাংসের মতো, ১০ বছর পর পর মাত্র ২ দিনের জন্য ফোটে এই দৈত্যাকার ফুল!

Aajtak Bangla
  • 11 Nov 2021,
  • Updated 5:34 PM IST
  • 1/7

এই ফুল থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ বের হয়। দূর থেকেও এর দুর্গন্ধে টেকা দায়! তবুও হাজার হাজার মানুষ মোটা টাকা খরচ করে টিকিট কেটে এই ফুল দেখতে ভিড় জমান।

  • 2/7

শুনতে অবাক লাগলেও দুর্গন্ধ বাদ দিলে এই ফুল টিকিট কেটে দেখার মতোই! প্রায় ৮-১০ ফুট লম্বা এই ফুল।

  • 3/7

দশ বছর পর পর এই ফুল ফোটে মাত্র ৪৮ ঘণ্টা বা ২ দিনের জন্যই। বিরল প্রজাতির এই ফুল দেখতে তাই ক্যালিফোর্নিয়ার পার্কে ভিড় করেন হাজার হাজার পর্যটক।

  • 4/7

ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বটানিক গার্ডেনে রয়েছে এই বিরল প্রজাতির এই ফুল গাছটি। এটির নাম ‘কর্পস ফ্লাওয়ার’(Corpse Flower)।

  • 5/7

এর বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’ (Amorphophallus titanum)। সংক্ষেপে একে টাইটান এরাম (Titan Arum)-ও বলা হয়।

  • 6/7

বিশ্বের বিপন্ন প্রজাতির গাছের তালিকাতে নথিভুক্ত হয়েছে এই গাছের নাম। কারণ, সারা বিশ্বে এই গাছ আর মাত্র হাজারখানেকই টিকে রয়েছে।

  • 7/7

দীর্ঘ ১০ বছর পর এ বছর হ্যালোউইনের সময় ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বটানিক গার্ডেনে ফুটেছিল এই ফুলটি। টিকেছিল মোটামুটি ৪৮ ঘণ্টা। আর ওই ৪৮ ঘণ্টায় প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি দর্শক টিকিট কেটে দেখতে এসেছিলেন এই দৈত্যাকার ‘কর্পস ফ্লাওয়ার’।

Advertisement
Advertisement