Advertisement

ভাইরাল

লাঠি উঁচিয়ে মানুষকে মাস্ক পরার আবেদন, বাচ্চার ভিডিও ভাইরাল

Aajtak Bangla
  • ধরমশালা,
  • 08 Jul 2021,
  • Updated 9:42 AM IST
  • 1/6

দেশে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave)। তারজন্য এখন থেকেই সাধারণ মানুকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতে ভাইরাল হল একটি ভিডিও। ধরমশালার (Dharamsala) ওই ভিডিওতে একটি গরিব বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে। সে হাতে একটি লাঠি নিয়ে মানুষকে মাস্ক পরার আবেদন জানাচ্ছে। 

  • 2/6

জানা গিয়েছে বাচ্চাটির নাম অমিত। তারা মোট চার ভাই। তাদের বাবা মা বেলুন বিক্রি করেন। ৬ জুলাই শেয়ার করা ওই ভিডিওটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং কমেন্টও করেছেন। 

  • 3/6

ধর্মশালার স্থানীয় ইনস্টাগ্রাম পেজের সঞ্চালক অভয় কার্কি জানাচ্ছেন, এই ভিডিওটি তিনি হোয়াটসঅ্যাপে পান এবং পরে তা পেজে আপলোড করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এরপর অনেকেই অমিতকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। মানুষজন বাচ্চাটির জুতো ও পোশাক কেনার জন্য টাকাও দেন। কেউ কেউ আবার তার পড়াশোনার দায়িত্বও নিতে চান। 

 

 

  • 4/6

অমিত জানায়, তার পরিবার আসলে গুজরাতের বাসিন্দা। তবে বছর তিনেক ধরে ধরমশালায় রয়েছে তারা। সে আরও জানায়, এক দোকানদার তাকে মানুষকে মাস্ক পরার জন্য বলার কথা বলেছিলেন। সেই সময়ই কেউ তার ভিডিও করে নেয়। 

  • 5/6

অমিতের ছোট ভাই দীপক জানাচ্ছে, তার দাদা লোকজনে লাঠি উঁচিয়ে মাস্ক পরার কথা বলছে, আর মানুষ সেটার প্রশাংসা করছেন।  
 

  • 6/6

প্রসঙ্গত হিমাচল প্রদেশ সরকার কোভিড প্রোটোকল সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করার পর রাজ্যে পর্যটকদের ভিড় বেড়েছে। যার জেরে খুশি হোটেল মালিক ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। কিন্তু অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না কোভিড বিধি। বহু পর্যককে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা যাচ্ছে। আর সেই পরিস্থিতিতে অমিতের এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের।

Advertisement
Advertisement