Advertisement

অপরাধ

১০০ টাকার নোট তেলে ভাজা নিয়ে বিতর্ক! তুমুল সংঘর্ষ, ভিডিও Viral

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Jul 2021,
  • Updated 12:36 PM IST
  • 1/6

ছোট্ট একটি বিষয়। আর তা ঘরে দুই যুবকের লড়াইের ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা ছত্তিশগড়ের। পাপর এবং ১০০ টাকার নোট নিয়ে বিবাদ শুরু হয়েছিল তাদের মধ্যে। 

  • 2/6

বচসার সময়ে দুই যুবকই নিজের সঙ্গীদের ডেকে নিয়ে আসে। তারপরেই শুরু হয় দু পক্ষের মধ্যে তুমুল মারামারি। ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন পুরো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। পরে পুলিশ আসে। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

  • 3/6

জানা গিয়েছে, এলাকায় স্থানীয় একটি দোকানে খেতে গিয়েছিল দুই যুবক। কিন্তু সেখানে দোকানদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা।

  • 4/6

এরপরেই ওই দুই যুবকের একজন ১০০ টাকার নোট দোকানদারকের নেয়। নোটটিকে গরম তেলে ভাজতে বলে। এমনকি দোকানে থাকাা পাপড়ও ফেলে দেয় বলে অভিযোগ।

  • 5/6

এতে ক্ষিপ্ত হয়ে দোকানদার গরম তেল ছুঁড়ে মারে তাদের দিকে। তারপরেই শুরু হয় মারামারি। দুই পক্ষই নিজেদের সঙ্গীদের ফোন করে ডেকে নিয়ে আসে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

  • 6/6

পুলিশ আসার পরেই বেশ কয়েকজন এলাকা ছেড়ে পালায়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
 

Advertisement
Advertisement