Advertisement

ভাইরাল

এই নিয়ে তিনবার মহারাজা রণজিত্‍ সিংয়ের মূর্তি ভাঙা হল পাকিস্তানে! ভাইরাল Video

Aajtak Bangla
  • লাহোর,
  • 17 Aug 2021,
  • Updated 3:46 PM IST
  • 1/6

পাকিস্তানের লাহোরে (Lahore Pakistan) আবারও ভাঙা হল মহারাজা রণজিৎ সিং-এর (Maharaja Ranjit Singh) মূর্তি।  জানা যাচ্ছে, টিএলপি-র (TLP) লোকজনেরা ভেঙেছে মূর্তিটি। হামলকারী প্রথমে রণজিত সিং-এর বিরুদ্ধে স্লোগান দেয়, তারপর মূর্তিটি ভেঙে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে মূর্তিটি ভেঙে ফেলেছে। (সমস্ত ছবি সূত্র - Twitter/@AU_Qasmi) 

  • 2/6

ব্রোঞ্জের তৈরি ওই মূর্তিটির উচ্চতা ছিল ৯ ফুট। মূর্তিতে তলোয়ার হাতে ঘোড়ায় বসেছিলেন রণজিৎ সিং। এই নিয়ে ৩ বার ক্ষতিগ্রহস্ত হল মূর্তিটি। 
 

  • 3/6

মূর্তি ভাঙার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিএলপি-র লোকজনেরা ভেঙেছে মূর্তিটি ভেঙেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও তাদের চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। তবে মূর্তিটি সম্পূর্ণ ভেঙে ফেলার আগেই আটকে দেওয়া হয় হামলাকারীকে। 

 

  • 4/6

২০১৯ সালে এই মূর্তিটি স্থাপন করা হয়। মূর্তিকে শিখদের পোশাকে দেখা যায় রণজিৎ সিংকে। 
 

  • 5/6

জানা যাচ্ছে, গত বছর সেপ্টেম্বর মাসেও মূর্তিটিতে হামলা চালায় এক ব্যক্তি। সেও মূর্তির হাত ভেঙে দিয়েছিল। কিন্তু তারপরেই তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তাছাড়া আরও একবার মূর্তিটিকে নষ্ট করার চেষ্টা হয়। 
 

  • 6/6

অভিযোগ দেশের নিষিদ্ধ কট্টর ইসলামি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক এই হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement
Advertisement