Advertisement

ভাইরাল

Malda Airport : রানওয়েতে চলছে বাইক-ATC অফিস আড্ডাখানা! এটা মালদা এয়ারপোর্ট

মিল্টন পাল
  • মালদা,
  • 19 Aug 2021,
  • Updated 3:11 PM IST
  • 1/17

বিমানবন্দরে শরীরচর্চা, বাইক রেসিং। এমন কথা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। 

  • 2/17

তবে এটা বানানো নয়। বা ছেলেভোলানো কোনও গল্প নয়। সবই বাস্তব।

  • 3/17

মালদা বিমানবন্দরে এলে এমনই দেখা যাবে।

  • 4/17

সে পর্যন্ত ঠিকই ছিল। তবে সেখানে অসামাজিক কার্যকলাপও হয়।

  • 5/17

আর এতেই ভয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দাবি তুলেছে, সংস্কার করে তা বিমান চলাচলের যোগ্য করে তুলতে হবে। এবং অবিলম্বে বিমান চালাতে হবে।

  • 6/17

ব্যবসায়ীরা মনে করছেন তা করা গেলে এলাকার ছবি পাল্টে যাবে। অনেকের কর্মসংস্থান হবে। ফলে মানুষের উপকার হবে।

  • 7/17

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মালদার বিমানবন্দর। মালদার এই বিমানবন্দরকে চালু করার জন্য কয়েক বছর আগে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।

  • 8/17

কাজও শুরু হয়েছিল রানওয়ের। কিন্তু মাঝপথে বেশ কিছু জটিলতার কারণে বন্ধ হয়ে যায় মালদা বিমানবন্দর সংস্কারের কাজ।

  • 9/17

বর্তমানে এই বিমানবন্দরে এখন সাধারণ মানুষের প্রাতর্ভ্রমণ এবং তরুণতরুণীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

  • 10/17

সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এই বিমানবন্দরে এসে ভিড় করছেন।

  • 11/17

কেউ আড্ডা দিচ্ছেন। আবার কেউ শরীরচর্চায় ব্যস্ত। বিমানবন্দরের রানওয়ের মধ্যেই চলছে টিনএজারদের একাংশের বাইক রেসিং।

  • 12/17

এই পরিস্থিতিতে মালদার বাসিন্দারা দ্রুত বিমানবন্দর চালানোর চালু করার দাবি জানিয়েছেন।

  • 13/17

মালদা শহরের বাগবাড়ি এলাকা যাবার পথেই মালদা-মানিকচক রাজ্য সড়কের ধারেই রয়েছে কয়েক'শ একর জমির ওপর মালদার বিমানবন্দরটি।

  • 14/17

কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর চালু করা নিয়ে  উদ্যোগী হয়েছিলেন। তারপরে শুরু হয়েছিল সংস্কারের কাজ। কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যায় সংস্কারের কাজ।

  • 15/17

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে ফাঁকা বিমানবন্দরে অসামাজিক কার্যকলাপ বাড়ছে। কবে এই বিমানবন্দরটি চালু হবে সে ব্যাপারে জানতে চাইছেন মালদার মানুষ। 

  • 16/17

মালদায় বিমানবন্দরটি চালু হলে বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে দাবি করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু।

  • 17/17

জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

Advertisement
Advertisement